• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বাবরকে বিরাটের সঙ্গে তুলনা করলেন নাসের

ঘুরিয়ে ভারতকেই বিঁধছেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ইংল্যান্ড সিরিজের প্রথম দিনে ১০০ বলে ৬৯ রানের আগ্রাসী ইনিংস। আর তাতেই নাসের হুসেনের মন জিতেছেন বাবর আজম। পাক ব্যাটসম্যান প্রসঙ্গে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক বলছেন, “এই ইনিংসই যদি বিরাট কোহলি খেলত তাহলে সেটা নিয়ে মাতামাতির শেষ থাকত না। কিন্তু যেহেতু ওর নাম বাবর আজম তাই ওর ইনিংস নিয়ে কেউ আলোচনা করছে না। ২০১৮ থেকে ধরলে টেস্টে বাবরের গড় ৬৮। সীমিত ওভারের ক্রিকেটে ৫৫। বাবরের বয়স কম, খেলার নিজস্ব স্টাইল আছে। আধুনিক ক্রিকেটে সবাই ‘ফ্যাব ফোর’-এর (স্টিভ স্মিথ, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন এবং জো রুট) কথা বলে। আসলে সেটা ‘ফ্যাব ফাইভ’ হওয়া উচিৎ।“

কেন ক্রিকেট-বোদ্ধাদের আলোচনায় কোহলিদের পাশাপাশি উঠেছে না বাবরের নাম? তার ব্যাখ্যাও দিয়েছেন চেন্নাই-জাত নাসের। তাঁর মত, “দীর্ঘদিন ধরে দেশের বাইরে খেলছে পাকিস্তান। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলছে সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারতীয় ক্রিকেটের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছে পাকিস্তান। আইপিএলেও খেলার সুযোগ পায় না পাক ক্রিকেটাররা। ভারতের বিরুদ্ধেও খেলে না। সমস্ত বিষয় মিলিয়েই পাক ক্রিকেটারররা পারফর্ম করলেও তা আলোচনায় আসে না।“

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট অবশ্য গুরুত্ব পাচ্ছে আরও একটি কারণে। প্রতিটি বলের দিকেই নজর রাখছেন তৃতীয় আম্পায়ার। যাতে ফ্রন্টফুট নো-বল মাঠের আম্পায়ারের দৃষ্টি এড়িয়ে গেলেও তৃতীয় আম্পায়ার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন। প্রসঙ্গত, ঠিক ১০ বছর আগে পাকিস্তানের ইংল্যান্ড সফর চলাকালীনই দানা বেঁধেছিল স্পট ফিক্সিং বিতর্ক। যার কেন্দ্রে ছিল মহম্মদ আমিরের ইচ্ছাকৃত ফ্রন্টফুট নো-বল।

বৃষ্টির জন্য প্রথম দিনে ৪৯ ওভারের বেশি খেলা হয়নি। দিনের শেষে পাকিস্তানের স্কোর দু’উইকেটে ১৩৯। বাবরের সঙ্গে ক্রিজে রয়েছেন শান মাসুদ (৪৬ ব্যাটিং)।

পাশাপাশি, রেকর্ড গড়ল ওল্ড ট্র্যাফোর্ডও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ দু’টি টেস্টের পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টও অনুষ্ঠিত হচ্ছে ম্যাঞ্চেস্টারে। ফলে টানা তিনটি টেস্ট ম্যাচ আয়োজন করল ওল্ড ট্র্যাফোর্ড।

     

বিজ্ঞাপন

Goto Top