• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দু’দিন অনুশীলন করেই বেপাত্তা ধোনি

পরিবার ছাড়াই দুবাই যাচ্ছেন চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়রা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

১০ জুলাই, ২০১৯। সেদিনই শেষ বার টিম ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন ধোনি। মাঝে এক বছরের উপর সময় কেটে গিয়েছে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেটে আর দেখা যায়নি মাহিকে। আইপিএল ২০২০-কে মাথায় রেখে সম্প্রতি অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু দু’দিন অনুশীলন করার পরেই আর নেটে দেখা যায়নি ধোনিকে।

বিষয়টি নিয়ে ধোঁয়াশায় ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেএসসিএ) কর্তারাও। তাঁদেরই একজন বলছেন, “গত সপ্তাহান্তে জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে এসেছিল ধোনি। লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বেশি নেট বোলার ছিল না। তাই বোলিং মেশিনের সামনেই ব্যাট করছিল ধোনি। কিন্তু ওই দু’দিন অনুশীলন করার পরে আর আসেনি ও। আমরা জানিই না ও আর অনুশীলনা আসবে কি না বা ওর কী পরিকল্পনা রয়েছে।“ প্রসঙ্গত, এক মাসব্যাপী প্রস্তুতি শিবিরে অংশ নেওয়ার কথা ছিল ধোনির। কিন্তু করোনা অতিমারীর জন্য সেই শিবির মাঝপথেই শেষ করে দিতে হয়েছে।

সবমিলিয়ে, অনুশীলনের জন্য মাহির হাতে বেশি সময় নেই। কারণ, চলতি মাসের ২০ তারিখেই আইপিএল খেলতে দুবাই উড়ে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। ১৯ তারিখেই চেন্নাইতে পৌঁছনোর কথা দলের সব সদস্যের। সেখান থেকে বিশেষ বিমানে দুবাই পৌঁছবেন ধোনিরা। বায়ো-বাবলের কথা মাথায় রেখে আপাতত দলের কেউই তাঁদের পরিবারের সদস্যদের দুবাই নিয়ে যাচ্ছেন না। বুর্জ খলিফার কাছে যে হোটেলে চেন্নাই সুপার কিংস উঠবে সেখানেও তাঁদের জন্য থাকবে আলাদা শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা।

     

বিজ্ঞাপন

Goto Top