উদাসীন কর্তৃপক্ষ, ক্ষুব্ধ ক্রীড়ামহল
সুমিত গঙ্গোপাধ্যায়বিধ্বংসী আমফানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুঁটে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। তারপর কেটে গিয়েছে আড়াই মাস। অথচ এখনও সারানো হয়নি কেটে যাওয়ার পরেও দেশবন্ধু পার্কে থাকা মূর্তিটি। বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ তাঁর পৌত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। যিনি নিজে টাউন ক্লাবের হয়ে কলকাতায় লিগ ক্রিকেট খেলেছেন। তিনি জানান, সংশ্লিস্ট কর্তৃপক্ষকে একাধিক বার জানিয়েও কোনও সুরাহা হয়নি।
উল্লেখ্য, শরদিন্দু (সুঁটে) বন্দ্যোপাধ্যায় বাংলার ক্রীড়াজগতে একজন কিংবদন্তি। তৃতীয় বাঙালী ক্রিকেটার হিসাবে তিনি টেস্ট খেলেছিলেন। তিনি একমাত্র ভারতীয় যিনি এগার নম্বরে ব্যাট করতে নেমে শতরান করেছিলেন। অসাধারণ প্রতিভাবান এই অলরাউন্ডার ভারতে চুটিয়ে ক্রিকেট খেলেছেন ১৯২০ দশকের শেষ থেকে পঞ্চাশের দশক অবধি। সরকারি টেস্ট একটি খেললেও বেসরকারি একাধিক টেস্টে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন।
১৯৯৪ সালে তাঁর এই মূর্তিটি স্থাপিত হয় দেশবন্ধু পার্কে। যার উদ্বোধন করতে এসেছিলেন স্বয়ং সি টি সারভাতে। যাঁর সঙ্গে জুটি বেঁধে ১৯৪৬ সালে সারের বিরুদ্ধে শেষ উইকেটে ২৪৬ রান যোগ করেছিলেন সুঁটে। বাংলা ক্রীড়াজগতের উজ্জ্বল নক্ষত্র সুঁটের এমন অবহেলায় দৃশ্যতই ক্ষুব্ধ রাজ্যের ক্রীড়াপ্রেমীরা।