• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

২০২১ টি-২০ বিশ্বকাপ ভারতেই

অস্ট্রেলিয়া পাচ্ছে ২০২২ টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব, এক বছর পিছিয়ে গেল মেয়েদের বিশ্বকাপ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ভারত না অস্ট্রেলিয়া? কে আয়োজন করবে ২০২১-এর টি-২০ বিশ্বকাপ? জল্পনা চলছিল গত কয়েকদিন ধরেই। শুক্রবার যাবতীয় জল্পনায় দাঁড়ি টেনে আইসিসি জানিয়ে দিল, আগামী বছরের টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারতই। ২০২২ টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, কিছুদিন আগেই আইসিসি-র তরফ থেকে জানানো হয়েছিল, করোনা অতিমারীর জন্য এক বছর পিছিয়ে দেওয়া হচ্ছে আগামী টি-২০ বিশ্বকাপ। যা চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০২১ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ছিল ভারতের উপর। আবার ২০২৩ ক্রিকেট বিশ্বকাপও ভারতে অনুষ্ঠিত হবে। সুতরাং পরপর দু’বছরে দু’টি আইসিসি প্রতিযোগিতার আয়োজন করার চাপ পড়ে যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়দের উপর। এদিন সেই সেই চাপ থেকে তাঁদের অব্যাহতি দিল আইসিসি।

আইসিসি-র প্রেস বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়েছে, “করোনা অতিমারীর জন্য ২০২০ সালের যে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছিল তা ২০২২ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতেই। পুর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২০২১ টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারত।“ টি-২০ বিশ্বকাপের টুইটার হ্যান্ডলেও একই তথ্য জানানো হয়েছে। আইসিসি-র এক বোর্ড সদস্য জানিয়েছেন, “২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখেই ২০২২ টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহ দেখায়নি বিসিসিআই।“

আগামী টি-২০ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন পর্বের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু জুলাই মাসের সেই প্রতিযোগিতাও পিছিয়ে গিয়েছে করোনার জেরে। যোগ্যতা অর্জন পর্বের খেলা শেষ হলে সেখান থেকে প্রথম তিনটি দেশ ২০২১ ট-২০ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে।

তবে নতুন করে একপ্রস্থ জল্পনা শুরু হয়েছে মেয়েদের বিশ্বকাপ নিয়ে। ২০২১-এর ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডে মেয়েদের টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে সেই প্রতিযোগিতাও এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের গোড়ায় অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের টি-২০ বিশ্বকাপ। কিন্তু তারপর থেকে মেয়েদের ক্রিকেটে কোনও আন্তর্জাতিক ম্যাচই হয়নি। এবার বিশ্বকাপও এক বছর পিছিয়ে যাওয়ায় সংশয় তৈরি হয়েছে মিতালী রাজ, ঝুলন গোস্বামীদের মতো সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে। ২০২১ টি-২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠত হলেও তাতে ৪০ পেরোনো মহেন্দ্র সিং ধোনি অংশ নিতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিসিসিআই-এর একাংশ। উল্লেখ্য, ১৯৯১ সালের ক্রিকেট বিশ্বকাপ ১৯৯২ সালে পিছিয়ে যাওয়ায় অবসর নিয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস।

     

বিজ্ঞাপন

Goto Top