• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ফিরছেন ওয়ার্নার, অনিশ্চিত উইলিয়ামসন, আজ আইপিএল অভিযান শুরু নাইটদের

ইডেনের ২২ গজ নিয়ে চিন্তায় দুই শিবিরই, বাতিল নাইটদের নিয়ে ভাবছে কেকেআর

স্পোর্টি ওয়ার্ল্ড ডেস্ক

দু’বছর আগে তিনিই ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। তারপর ঘটে গিয়েছে কেপটাউনের বল বিকৃতি কাণ্ড। কিন্তু তারপরেও ডেভিড ওয়ার্নারের কাঁধেই ভরসার হাত রাখছেন ভি ভি এস লক্ষ্মণ। তাঁর কথায়, “কেপটাউনে যা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু এই মরসুমে ওয়ার্নারকে অনেক ইতিবাচক দেখাচ্ছে। সানরাইজার্সের হয়ে পারফর্ম করতে মুখিয়ে রয়েছে ও। ফিটনেস নিয়েও অনেক খেটেছে। যেভাবে ওয়ার্নার প্র্যাকটিস সেশনে ব্যাট করেছে যে আমাদের দলের পক্ষে সত্যিই আশাব্যঞ্জক।“ কিন্তু আইপিএলে নিজেদের অভিযান শুরু করার আগেই সমস্যায় হায়দরাবাদ। গত সপ্তাহে নিউজিল্যান্ডে কাঁধে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। সেই চোটের জেরেই নাইটদের বিরুদ্ধে অনিশ্চিত তিনি। শেষ পর্যন্ত উইলিয়ামসন খেলতে না পারলে সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন এই মরসুমের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার।

নাইট শিবির অবশ্য বেশি চিন্তিত বাতিল নাইটদের নিয়ে – মণীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা এবং শাকিব আল হাসান। নিজেদের দিনে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এছাড়াও রয়েছেন বাংলারই শ্রীবৎস গোস্বামী। কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক অবশ্য মুখে তা নিয়ে কিছু বলছেন না। বরং নিজেদের শক্তি অনুযায়ী পারফর্ম করার দিকেই জোর দিচ্ছেন তিনি। অন্যান্য বারের মতো এবারও নাইটদের বাড়তি ভরসার জায়গা সুনীল নারিন। নাইট শিবিরের অন্দরমহলের খবর, ব্যাট হাতে নারিনকেই ওপেন করতে দেখা যেতে পারে ক্রিস লিনের সঙ্গে। ইনিংসের শেষের দিকে রানরেট চাঙ্গা করতে বিশেষ ভূমিকা নেবেন অধিনায়ক কার্তিক এবং আন্দ্রে রাসেল। যদিও নিজেকে কেবলমাত্র ‘ফিনিশার’ হিসাবে দেখতে নারাজ দীনেশ। বরং দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডার রদবদল করে ইনিংস গড়তেও দেখা যেতে পারে তাঁকে। গত মরসুমে নাইটদের মুঠয় থেকে ম্যাচ একার হাতে বার করে নিয়ে গিয়েছিলেন রশিদ খান। তাই আফগান অলরাউন্ডারকে নিয়েও সতর্ক রয়েছে নাইট শিবির।

দুই শিবিরই কিছুটা চিন্তায় রয়েছে ইডেনের ২২ গজ নিয়ে। সাংবাদিক সম্মেলনে এসে দীনেশ কার্তিক এই ব্যাপারে কৃতিত্ব দিচ্ছেন সি এ বি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ডিকে’র কথায়, “আগের থেকে ইডেনের উইকেটে গতি এবং বাউন্স অনেক বেশি। এই ব্যাপারে কৃতিত্ব দাদারই প্রাপ্য।“ কিন্তু ঘটনা হল, দুই শিবিরেরই বোলিং মূলত স্পিনের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে দু’দলেরই বড় পরীক্ষা নিতে মুখিয়ে রয়েছে ইডেন।

     

বিজ্ঞাপন

Goto Top