ইয়াসিরের চার উইকেট, রুটদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রথম ইনিংসে শতরান। দ্বিতীয় ইনিংসে শূন্য। এই অভিনব ক্লাবে নবতম সদস্য হলেন পাক ওপেনার শান মাসুদ। প্রথম ইনিংসে মাসুদের ১৪৬ রানই পাকিস্তানকে ৩২৬ রানে পৌঁছে দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস (২/১১), ক্রিস ওকস (২/১১), স্টুয়ার্ট ব্রডদের (২/২৩) আগ্রাসী বোলিং-এর সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি আজহার আলি, বাবর আজমরা। নিট ফল, দ্বিতীয় ইনিংসে ১৩৭ রান তুলতেই আট উইকেট খুইয়েছে পাকিস্তান।
দিনের শুরুটা কিন্তু দুর্দান্তভাবেই করেছিল পাকিস্তান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অলি পোপ (৬২) এবং জস বাটলার (৩৮) ফিরে যেতেই বিপাকে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। একসময় তাদের রান ছিল আট উইকেটে ১৭০। কিন্তু চালিয়ে খেলে দলকে দু’শোর গণ্ডি পার করে দেন ব্রড (২৫ বলে ২৯ অপরাজিত)। শেষ পর্যন্ত ২১৯ রানে অল আউট হয়ে যায় ব্রিটিশরা। বল হাতে সফল ইয়াসির শাহ (৪/৬৬)। প্রথম ইনিংসে ১০৭ রানের লিড যথেষ্ট লোভনীয় মঞ্চ তৈরি করে দিয়েছিল পাকিস্তানের সামনে। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ পাক ব্যাটসম্যানরা।
তৃতীয় দিনের শেষে ২৪৪ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান। হাতে এখনও দু’উইকেট। ওল্ড ট্র্যাফোর্ডের উইকেটে রুট অ্যান্ড কোং-এর পক্ষে চতুর্থ ইনিংসে রান তাড়া করা সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।