চ্যালেঞ্জের মুখেও ইতিবাচক প্রাক্তন ভারত অধিনায়ক
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক“সবসময়েই কিছু ইতিবাচক দিক বের করে নিতে হয়। এক্ষেত্রে আমি কিছু বেশি সময় পাবো নতুন কোনও পরিকল্পনা করতে ও প্রস্তুত হতে।“ এমনটাই নিজের টুইটবার্তায় জানিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মিতালি রাজ। প্রসঙ্গত, শুক্রবারই ২০২১ সালের মহিলা বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তারপরেই জল্পনা শুরু হয়েছিল, ইতিমধ্যেই ৩৭ পেরিয়ে যাওয়া মিতালি সেই বিশ্বকাপে অংশ নিতে পারবেন কি না। শনিবার যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক।
উল্লেখ্য, মিতালি ২০১৫ সালের জুন-জুলাই থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে অবধি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের ফর্মে ছিলেন। এই সময়ের মধ্যে ৪৫ ম্যাচে ৫৬.০৬ গড়ে দু’টি শতরান এবং ১৫ টি অর্ধশতরান-সহ ১৬৮২ রান করেছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালে গোটা বছরই ফর্ম সঙ্গ দেয়নি মিতালিকে। শেষ ১২ ম্যাচে মাত্র দু’টি অর্ধশতরান করতে পেরেছিলেন।
জাতীয় দলের জার্সি গায়ে প্রায় দু’দশক কাটিয়ে ফেলেছেন মিতালি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বয়সজনিত বাধা তিনি কতটা জয় করতে পারেন সেটাই এখন দেখার।