সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ পাকিস্তান
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসাড়াজাগানো শুরু। হতাশাজনক শেষ। পাক ক্রিকেটের ‘সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে’। ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টেও তার কোনও বদল হল না। ব্রিটিশদের রীতিমতো ব্যাকফুটে ঠেলে দেওয়ার পরও তিন উইকেটে হার হজম করতে হল আজহার আলিদের। যার নেপথ্যে থাকল ক্রিস ওকস এবং জস বাটলারের দুরন্ত জুটি।
তৃতীয় দিনের শেষে পাকিস্তানের স্কোর ছিল আট উইকেটে ১৩৭। চতুর্থ দিন সকালে আরও ৩২ রান যোগ করে অল আউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ইয়াসির শাহ। ইংল্যান্ডের হয়ে বল হাতে সফল স্টুয়ার্ট ব্রড (৩/৩৭)।
জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ছিল ২৭৭। যাকে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। তবে রোরি বার্নস (১০) ফিরে যাওয়ার পর নলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক জো রুট (৪২) এবং ডম সিবলি (৩৬)। কিন্তু সিবলি আউট হতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ৮৬/১ থেকে একসময় তাদের স্কোর হয়ে গিয়েছিল ১১৭/৫। ম্যাচে তখন জাঁকিয়ে বসেছিল পাকিস্তান। কিন্তু ষষ্ঠ উইকেটে রুখে দাঁড়ান ক্রিস ওকস (৮৪ অপরাজিত) এবং জস বাটলার (৭৫)। তাঁদের ১৩৯ রানের জুটিই ম্যাচের রঙ বদলে দেয়। বাটলার যখন আউট হল তখন জয় থেকে ২১ রান দূরে ইংল্যান্ড। শেষ কাজটুকু সারতে সমস্যা হয়নি ওকসের। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে সফল ইয়াসির (৪/৯৯)।