আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ফিটনেসকেই পাখির চোখ করছেন মাহি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক২০০৬ সালের ফয়সালাবাদ টেস্ট। দুরন্ত মেজাজে ব্যাট করছিলেন মহেন্দ্র সিং ধোনি। শোয়েব আখতারের এক ওভারে তিনটি বাউন্ডারিও হাঁকিয়েছিলেন। সেই হতাশা আর চেপে রাখতে পারেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ইচ্ছাকৃতভাবে বিমার দিয়েছিলেন মাহিকে। বলটি ওয়াইড হওয়ায় কেউ আহত হননি। মাহির কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন শোয়েব। কিন্তু মন থেকে দূর হয়নি অপরাধবোধ।
১৪ বছর আগের সেই ঘটনা মনে করে প্রাক্তন পাক পেসার বলছেন, “টানা আট-নয় ওভার বল করছিলাম। ধোনি শতরান করে ক্রিজে ছিল। ইচ্ছাকৃতভাবে বিমার দিয়েছিলাম ওকে। ক্ষমাও চেয়ে নিয়েছিলাম। জীবনে সেই প্রথমবার ইচ্ছা করে বিমার দিয়েছিলাম। সেটা করে উচিৎ হয়নি আমার। পরে অনুশোচনা হয়েছিল।“
প্রসঙ্গত, ফয়সালাবাদের সেই টেস্টেই জীবনের প্রথম শতরান করেছিলেন ধোনি। একদিনের আন্তর্জাতিক ম্যাচেও তাঁর প্রথম শতরান এসেছিল পাকিস্তানের বিরুদ্ধেই। কাকতালীয়ভাবে, দু’ক্ষেত্রেই ১৪৮ রান করেছিলেন মাহি।
যাঁর কাছে শোয়েব ক্ষমাপ্রার্থী সেই ধোনির ক্রিকেট-ভবিষ্যৎ নিয়ে এই মূহুর্তে জল্পনা তুঙ্গে। ২০২১ টি-২০ বিশ্বকাপে মাহিকে নীল জার্সি গায়ে সেখা যাবে কি না সেটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। তবে আশার কথা শোনাচ্ছেন সঞ্জয় মঞ্জরেকর। বলছেন, “বিরাট কোহলির বিয়ের অনুষ্ঠানে মাহির সঙ্গে কিছুক্ষণ একান্তে কথা বলার সুযোগ হয়েছিল। ও বলেছিল, ‘যতদিন দলের দ্রুততম স্প্রিন্টারকে দৌড়ে হারাতে পারব ততদিন নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ফিট বলেই মনে করব।“ ১৪ মাসের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে আইপিএলে ‘ক্যাপ্টেন কুল’ কেমন পারফর্ম করেন সেটাই এখন দেখার।