• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দুরন্ত ভাজ্জি, স্পিনের জালে ভরাডুবি কোহলিদের

আইপিএলের ইতিহাসে ষষ্ঠ সর্বনিম্ন রান আরসিবি’র; প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে পাঁচ হাজার রান রায়নার

স্পোর্টি ওয়ার্ল্ড ডেস্ক

আইপিএলের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০১৯ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তারা অলআউট হয়ে গেল মাত্র ৭০ রানে। আইপিএলের ইতিহাসে যা ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। জবাবে ১৪ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয় গতবারের চ্যাম্পিয়নরা।

চেন্নাইয়ের দুরন্ত বোলিং পারফর্মেন্সকে সামনে থেকে নেতৃত্ব দিলেন হরভজন সিং। বোলিং ওপেন করতে এসে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তাঁর শিকার বিরাট কোহলি (৬), মইন আলি (৯) এবং এবি ডে’ভিলিয়ার্স (৯)। সেখানেই মেরুদণ্ড ভেঙে যায় বেঙ্গালুরুর। ভাজ্জিকে যোগ্য সঙ্গত করেন ইমরান তাহির (৩/৯) এবং রবীন্দ্র জাদেজা (২/১৫)। একমাত্র পার্থিব পটেল (২৯) ছাড়া বেঙ্গালুরুর কেউ দু’অঙ্কের রান পাননি।

চেন্নাইয়ের শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি। যুজবেন্দ্র চহালের স্পিনের সামনে ১০ বলে কোনও রান না করেই ফিরে যান শেন ওয়াটসন। তবে আমবাতই রায়াডু (২৮), সুরেশ রায়না (১৯) এবং কেদার যাদবের (১৩ অপরাজিত) সৌজন্যে লক্ষ্যে পৌঁছতে সমস্যায় পড়েনি চেন্নাই। এরই মাঝে ব্যক্তিগত ১৫ রানের মাথায় আইপিএলে প্রথম খেলোয়াড় হিসাবে পাঁচ হাজার রান পূর্ণ করেন রায়না। চহাল চার ওভারে মাত্র ছ’রান দিয়ে ওয়াটসনের উইকেট পেলেও দলের পতন রোধ করার জন্য তা যথেষ্ট ছিল না। তবে প্রথম ম্যাচেই প্রশ্ন উঠে গেল চিপকের পিচ নিয়ে। পিচে টার্ন সেভাবে না থাকলেও মন্থর গতি বারবার সমস্যায় ফেলেছে দু’দলের ব্যাটসম্যানদের।

     

বিজ্ঞাপন

Goto Top