রঞ্জি ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রাথমিক সূচি জানাল বোর্ড
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককরোনা অতিমারীর জেরে দেরিতে শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেটের মরশুম। ফলে সময়মতো মরশুম শেষ করা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। যার জেরে এই মরশুমের জন্য বাতিল হতে পারে বিজয় হাজারে ট্রফি।
রবিবার বিসিসিআই ঘরোয়া ক্রিকেটের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। প্রাথমিকভাবে তৈরি হওয়া সূচি অনুযায়ী, সৈয়দ মুস্তাক আলি ট্রফি (ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা) খেলা হবে ছ’টি গ্রুপে। অংশ নেবে ৩৮ টি দল। খেলা শুরু হবে ১৯ নভেম্বর থেকে। ফাইনাল ৭ ডিসেম্বর। এর এক সপ্তাহের মাথাতেই শুরু হবে রঞ্জি ট্রফি। সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর থেকে রঞ্জির প্রথম রাউন্ডের ম্যাচগুলি শুরু হওয়ার কথা। যেখানে ৩৮ টি দলকে ভাগ করা হয়েছে পাঁচটি গ্রুপে।
তবে বিজয় হাজারে ট্রফির (ঘরোয়া একদিনের প্রতিযোগিতা) বিষয়ে কোনও ঘোষণা করেনি বোর্ড। ফলে বিজয় হাজারে ট্রফি এই মরশুমে অনুষ্ঠিত হবে কি না তা এখনও পর্যন্ত অস্পষ্ট। বিষয়টি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন বিসিসিআই কর্তারা।