• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএলের টাইটেল স্পনসর হতে আগ্রহী পতঞ্জলি

‘ভোকাল ফর লোকাল’ স্লোগানের পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

‘লোকাল’-কে ‘গ্লোবাল’ করার ডাক দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই বক্তব্যের জের ধরেই বাবা রামদেবের ‘পতঞ্জলি’ এগিয়ে এসেছে আসন্ন আইপিএলের টাইটেল স্পনসর হতে ইন্দো-চীন সীমান্ত সমস্যার ফলে দেশ জুড়ে চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছিল কেন্দ্র সরকার। তারই ফলস্বরূপ ২০২০ আইপিএল থেকে টাইটেল স্পনসরশিপ প্রত্যাহার করে নেয় ভিভো যা আদতে চিনের একটি বৈদ্যুতিন দ্রব্য প্রস্তুতকারক সংস্থা। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে পতঞ্জলী এগিয়ে এসেছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলা আইপিএলের টাইটেল স্পনসর হতে। প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২২ আইপিএল পর্যন্ত বিসিসিআই-এর সঙ্গে চুক্তি ছিলো ভিভোর সেই চুক্তি অনুযায়ী, প্রতি আইপিএলের জন্য চিনা সংস্থাটির কাছ থেকে প্রায় ৪৪০ কোটি টাকা পেত ভারতীয় বোর্ড।

উল্লেখ্য, পতঞ্জলীবার্ষিক আয় প্রায়,০০ কোটি টাকা তারা ২০১৮-১৯ আর্থিক বর্ষে ৮০০০ কোটি টাকা আয় করেছে তারা। সম্প্রতি আদানি গোষ্ঠীর সঙ্গে লড়ে একটি প্রায় ঋণগ্রস্ত সংস্থা অধিগ্রহণও করেছে তাঁদের মুখপাত্র জানিয়েছেন যে ভারতীয় পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার আদর্শ মঞ্চ হতে পারে আইপিএল। তাই আসন্ন আইপিএল থেকেই লোকাল ব্র্যান্ডকে গ্লোবাল করার কাজ তাঁরা শুরু করতে চান বিসিসিআই আগেই জানিয়েছে, টাইটেল স্পনসর হতে গেলে আগ্রহী সংস্থাকে ১৪ আগস্টের মধ্যে আবেদন করতে হবে

     

বিজ্ঞাপন

Goto Top