• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দেশের মাটিতে চার প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা করতে তৈরি কিউইরা

১০২ দিন পরে ফের করোনার হানা নিউজিল্যান্ডে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বিশ্বের প্রথম করোনা-মুক্ত দেশ ঘোষিত হয়েছে নিউজিল্যান্ড। তাই কিউইদের দেশেই জোরকদমে প্রত্যাবর্তন ঘটাতে চলেছে ক্রিকেট। জানা গিয়েছে, ২০২০-২১ মরশুমে নিউজিল্যান্ড সফরে আসবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড ক্রিকেটের সিইও ডেভিড হোয়াইট জানিয়েছেন, “দুর্দান্তভাবেই এগোচ্ছি আমরা। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকর্তাদের সঙ্গে কথা হয়েছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে আসার বিষয়ে সম্মতি জানিয়েছে। ফলে, দেশের মাটিতে ৩৭ দিন আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে আমাদের।“

আসন্ন সিরিজগুলির সূচি সম্পর্কে মন্তব্য করেননি হোয়াইট। তবে জানা গিয়েছে, ইংল্যান্ডের মতোই বায়ো-সুরক্ষা বেষ্টনীর মধ্যে থাকতে হবে ক্রিকেটারদের। যার জেরে সফরকারী দলগুলিকে কোয়্যারান্টাইনেও থাকতে হতে পারে। মাঠে দর্শকদের প্রবেশ করার বিষয়টি নিয়েও মুখ খোলেননি হোয়াইট। সূত্রের খবর, নিউজিল্যান্ড সরকারের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, এই ঘোষণার দিনই নতুন বিপদে পড়েছে নিউজিল্যান্ড সরকার। ১০২ দিন পরে সেদেশ আবার হানা দিয়েছে করোনা। যার জেরে তিন দিনের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বহাল করা হয়েছে রাজধানী অকল্যান্ডে।

     

বিজ্ঞাপন

Goto Top