নেট বোলার হিসাবে উড়ে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককোভিডের অন্ধকারের মধ্যেই আশার আলো বাংলার ক্রিকেটে। নেট বোলার হিসাবে আইপিএলে অংশ নিতে যাচ্ছেন আকাশদীপ সিং ও সায়ন ঘোষ। আকাশদীপকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে, সায়ন সুযোগ পেয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবে।
ফ্রাঞ্চাইজিরা এই দুই তরুণ বোলারের প্রতি আগ্রহ দেখানোয় আনন্দিত বাংলার ক্রিকেটমহল। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা খুশি যে ফ্র্যাঞ্চাইজিগুলি এই দুই তরুণ প্রতিভার প্রতি আগ্রহ দেখিয়েছে। আলোচনা কয়েকদিন ধরেই চলছিল। আজ সবুজ সংকেত এসেছে। ওদের দু’জনের সাফল্য কামনা করি।“ সিএবি যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মত, ৭৫-৮০ দিনের জন্য এই দুজন তরুণ যে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তাতে তাঁদের আরো উন্নতি হবে। সূত্রের খবর, চলতি মাসের তৃতীয় সপ্তাহে সায়ন ও আকাশদীপ তাঁদের দলের সঙ্গে যোগ দেবেন।
কে এল রাহুল ও ক্রিস গেলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়ে খুশি সায়ন। বলছেন, “করোনা আর লকডাউনের মধ্যে আসা এটাই সেরা খবর। যে অভিজ্ঞতা সঞ্চয় করব তা বাংলার জন্য ব্যবহার করতে চাই। উচ্ছ্বসিত আকাশদীপও। বলছেন, “পৃথিবীর সেরা কিছু ব্যাটসম্যানদের বল করার সুযোগ পাবো। তাছাড়া, স্টিভ স্মিথকে অধিনায়ক ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে কোচ হিসেবে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। পৃথিবীর সেরা টি টোয়েন্টি লীগে খেলে যে অভিজ্ঞতা হবে তা আমাদের মতো বাংলার তরুণ ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনের ঘরোয়া টি টোয়েন্টি লিগে এই অভিজ্ঞতা ব্যবহার করতে পারবো।‘
অন্যান্য তরুণ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ঈশান পোড়েল ও শাহবাজ আহমেদ যথাক্রমে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে সুযোগ পেয়েছেন। এছাড়াও তিন অভিজ্ঞ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী এবং মহম্মদ সামি যথারীতি অন্য আইপিএল ফ্রাঞ্চাইজি দলে আছেন।