করোনা আক্রান্ত রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ দিশান্ত।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কএবার করোনার থাবা রাজস্থান রয়্যালসে। দলের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগণিক করোনা আক্রান্ত হয়েছেন। দলের ফিল্ডিং কোচের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে রাজস্থান রয়্যালস।
এক বিবৃতি মারফৎ রাজস্থান রয়্যালস জানিয়েছে, ‘আমিরশাহি উড়ে যাওয়ার আগে আগামী সপ্তাহে দলের সদস্যরা মুম্বইয়ে একত্রিত হবেন। সেকথা মাথায় রেখেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার, সাপোর্ট স্টাফ সহ ম্যানেজমেন্টের প্রত্যেক সদস্যের অতিরিক্ত কোভিড টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। আর সেই পরীক্ষায় ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগণিকের রিপোর্ট পজিটিভ বেরিয়েছে।’ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘দিশান্ত আপাতত উদয়পুরে তার বাড়িতে থাকলেও তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআই’য়ের প্রোটোকল মেনে ১৪ দিন পর দিশান্তের পুনরায় কোভিড পরীক্ষা করা হবে। টানা দু’টো পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। এরপর আমিরশাহি পৌঁছে ছ’দিনের কোয়ারেন্টাইনে থেকে পুনরায় তিনটে কোভিড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁকে।’
উল্লেখ্য, আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২৬ অগস্টের পর আমিরশাহি উড়ে যাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। করোনা আবহে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর ওই দেশে বসছে ত্রয়োদশ আইপিএলের আসর।