মুম্বই রঞ্জি দলের নেট বোলারের ঝুলন্ত দেহ উদ্ধার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কমাত্র ২৭ বছর বয়সে নিভে গেল সম্ভাবনাময় ক্রিকেটার করণ তিওয়ারির জীবনদীপ। মুম্বই রঞ্জি দলের নেট বোলার করণ গত সোমবার আত্মহত্যা করেছেন বলে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গিয়েছে। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ রাতের খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন করণ। সেই দরজা ভেঙেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর বলের গতির কারণে মুম্বই ক্রিকেটমহলে সুপরিচিত ছিলেন করণ।
মালাড অঞ্চলে থাকতেন করণ। সোমবারই তিনি তাঁর এক বন্ধুকে ফোন করেছিলেন। জানিয়েছিলেন যে ক্রিকেট কেরিয়ারে উন্নতি না করতে পারার জন্য তিনি অবসাদে ভুগছেন এবং আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছেন। কর্মসূত্রে করণের ওই বন্ধু থাকেন রাজস্থানে। রাজস্থানেই থাকেন করণের বোনও। করণের ফোন পেয়ে ওই বন্ধুই খবর দিয়েছিলেন করণের বোনকে। সেখান থেকেই করণের মা-ও বিষয়টি সম্পর্কে জানতে পারেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, আইপিএলে সুযোগ না পেয়েই এমন সিদ্ধান্ত করণের।