বাঁ কাঁধে চোট পেলেন বুমরা, প্রত্যাবর্তনে অর্ধশতরান যুবরাজের, ব্যর্থ হার্দিক
স্পোর্টি ওয়ার্ল্ড ডেস্কগত পাঁচ বছরের মতো এবারের আইপিএলেও নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বই ইন্ডিয়ান্স। নেপথ্যে ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিং। মাত্র ২৭ বলে ৭৮ রান করলেন ভারতীয় ক্রিকেটের এই উদীয়মান তারকা। তাঁর ইনিংসে রয়েছে সাতটি ছয় ও সাতটি চার। প্রথমে ব্যাট করে ছ’উইকেটে ২১৩ রান করে ঋষভের দল দিল্লি ক্যাপিটালস। জবাবে ১৭৬ রানেই শেষ মুম্বইয়ের ইনিংস।
ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই চলতি আইপিএলকে দেখছেন বিশ্বকাপের প্রস্তুক্তি হিসাবে। সেই প্রস্তুতি কিছুটা হলেও সেরে রাখলেন শিখর ধাওয়ান (৩৬ বলে ৪৩ রান)। তবে বড় রান করতে ব্যর্থ পৃথ্বী শ’ (৭) এবং শ্রেয়স আইয়ার (১৬)। বরং নজর কাড়লেন নিউজিল্যান্ডের কলিন ইনগ্রাম (৩২ বলে ৪৭ রান)।
বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় মুম্বই। রোহিত শর্মা (১২ বলে ১৪ রান) ও কুইন্টন ডি’কক (১৬ বলে ২৭ রান) ভালো শুরু করলেও বড় রান পাননি। ব্যর্থ সূর্যকুমার যাদব (২) ও হার্দিক পাণ্ড্য (০)। কিছুটা চেষ্টা চালিয়েছিলেন যুবরাজ সিং (৩৫ বলে ৫৩ রান) এবং ক্রুনাল পাণ্ড্য (১৫ বলে ৩২ রান)। আন্তর্জাতিক ক্রিকেটে যতই ব্রাত্য হয়ে যান, তিনি যে এখনও ফুরিয়ে যাননি, তা এদিন বুঝিয়ে দিয়েছেন যুবি। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। দিল্লির হয়ে বল হাতে সফল কাগিসো রাবাদা (২/২৩) এবং ইশান্ত শর্মা (২/৩৪)।
এদিন দিল্লি ইনিংসের শেষ বলে ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে চোট পান জসপ্রীত বুমরা। ব্যাট করতেও নামতে পারেননি তিনি। মুম্বই শিবির অবশ্য জানিয়েছে, চোট গুরুতর নয়। তা সত্ত্বেও সোমবার সকালে ফের পরীক্ষা করা হবে বুমরাকে। বিশ্বকাপের আগে বুমরার এই চোট চিন্তায় রাখছে ভারতীয় ক্রিকেটপ্রমীদের।