• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বায়ো-সুরক্ষাবিধি ভেঙে বিপাকে হাফিজ

কোভিড পরীক্ষায় নেগেটিভ এলে ফিরতে পারবেন দলে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

জোফ্রা আর্চারের পর এবার মহম্মদ হাফিজ। বায়ো-সুরক্ষাবেষ্টনীর নিয়ম ভেঙে বিপাকে পাক অলরাউন্ডার। সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছেছেন হাফিজ। রয়েছেন সাইদাম্পটনের একটি হোটেলে। যেখানে বায়ো-সুরক্ষাবিধি বহাল রয়েছে। কিন্তু সোমবার সকালে সেই নিয়ম ভেঙে হোটেলের লাগোয়া গলফ কোর্সে চলে যান হাফিজ। ৯০ পেরোনো এক বৃদ্ধার সঙ্গে ছবি তুলে টুইটও করেন।

ঘটনার জেরে নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, “ছবিতে স্পষ্ট যে হাফিজ ন্যূনতম দু’মিটার সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মানেননি। টিম ম্যাজমেন্ট এবং চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তাঁকে আলাদা (আইসোলেশন) রাখা হয়েছে। কোভিড পরীক্ষার রিপোর্টে নেগেটিভ এলে তবে হাফিজ দলের সঙ্গে যোগ দিতে পারবেন। বুধবার বিকেলেই হাফিজের কোভিড পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবারই তার রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।“

উল্লেখ্য, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের আগে একইরকমভাবে সুরক্ষাবলয় ভেঙে ব্রাইটনে নিজের ফ্ল্যাটে চলে গিয়েছিলেন আর্চার। তার জেরেই দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে থাকতে হয়েছিল ব্রিটিশ পেসারকে।

     

বিজ্ঞাপন

Goto Top