• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শুরুতেই বেকায়দায় পাকিস্তান

দীর্ঘ প্রতীক্ষার পরেও শূন্য হাতেই ফিরলেন ফাওয়াদ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

১১ বছরের দীর্ঘ অপেক্ষা। কিন্তু দলে ফিরলেও ক্রিজে চার বলের বেশি টিকতে পারলেন না ফাওয়াদ আলম। ৩৯১১ দিন ছিলেন টেস্ট ক্রিকেটের বাইরে। যে সময়ে বহু পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে ক্রিকেট। ফাওয়াদও বদল করেছিলেন নিজের ব্যাটিং স্টান্সে। ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপলের মতোই স্টাম্পের আড়াআড়ি দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই বদলের বলি হয়েই ফিরতে হল তাঁকে। মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবরো ফাওয়াদের বিরুদ্ধে ওকসের এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি। কিন্তু টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ পালটে দেন সেই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার সাউদাম্পটনের মেঘলা আবহাওয়ায় টস জিতেছিলেন আজহার আলি। কিন্তু অ্যান্ডারসন, ব্রড, ওকসদের বিরুদ্ধে কেন তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। ম্যাচের তৃতীয় ওভারেই শান মাসুদকে (১) ফেরান অ্যান্ডারসন। দ্বিতীয় উইকেটে ৭৭ রান যোগ করে পরিস্থিতি কিছুটা আয়ত্তে এনেছিলেন আবিদ আলি (৬০) এবং আজহার (২০)। কিন্তু তাঁরা দু’জন ফিরতেই দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান। বৃষ্টির জন্য এদিন ৪৫.৪ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। কিন্তু তার মধ্যেই ১২৬ রানে পাঁচ উইকেট খুইয়ে রীতিমতো বেকায়দায় পাকিস্তান।

     

বিজ্ঞাপন

Goto Top