“রাজনীতিতে নেমে ইমরানের মোকাবিলা করব। আমিই ওকে প্রধানমন্ত্রী বানিয়েছি।“
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপাকিস্তান ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও হিসাবে আপাতত নিযুক্ত রয়েছেন ইমরান-ঘনিষ্ঠ ওয়াসিম খান। যাঁর জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই ইংল্যান্ডে। আর তাতেই চটেছেন মিয়াঁদাদ। বলছেন, “পিসিবি-র আধিকারিকরা ক্রিকেটের কিছুই জানে না। এই করুণ অবস্থার জন্য ইমরানের সঙ্গে কথা বলব। ও একজন বিদেশিকে এরকম গুরুত্বপূর্ণ পদে বহাল করেছে। ওয়াসিম যখন দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়ে যাবে তখন তার দায়িত্ব কে নেবে? আমাদের দেশে কি লোকের কমতি আছে যে পিসিবি চানালোর জন্য বিদেশ থেকে লোক ধরে আনতে হবে?”
এখানেই শেষ নয়। একসময়ের সতীর্থ ইমরানকে উদ্দেশ্য করে মিয়াঁদাদ বলেছেন, “আমি তোমার অধিনায়ক ছিলাম। তুমি আমার অধিনায়ক ছিলে না। আমি রাজনীতিতে নামব। আর তারপরেই তোমার সঙ্গে কথা বলব। সবসময় তোমাকে আমিই পথ দেখিয়েছি। য়ামিই তোমায় প্রধানমন্ত্রী বানিয়েছি। কিন্তু এখন তুমি এমন আচরণ করছ যেন তুমি ভগবান। যান গোটা দেশে তুমিই একমাত্র বুদ্ধিসম্পন্ন মানুষ। যেন তুমি ছাড়া কেউ অক্সফোর্ড বা কেম্ব্রিজ বা পাকিস্তানের অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে যায়নি।“
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ১২৪ টি টেস্ট এবং ২৩৩ টি একদিনের ম্যাচ খেলেছেন মিয়াঁদাদ। খেলেছেন ছ’টি বিশ্বকাপেও। এর মধ্যে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। যে দলের নেতৃত্বে ছিলেন ইমরান।