• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

করণের মৃত্যুতে শোকপ্রকাশ অশ্বিনের

‘অন্য কেরিয়ারের জন্যও তৈরি থাকতে হবে’

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

সোমবার আত্মঘাতী হয়েছেন মুম্বইয়ের নেট বোলার করন তিওয়ারি। ২৭ বছর বয়সি এই ক্রিকেটারের এমন পরিণতিতে শোকপ্রকাশ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এক টুইট বার্তায় ভারতের অফ স্পিনার বলেছেন, “মুম্বইয়ের ক্রিকেটারের মৃত্যু এক আমামদের কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। নিজের প্রত্যাখ্যাত হওয়া মেনে নিতে না পেরেই সে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। আজকের যুবকের ভবিষ্যত লুকিয়ে আছে বর্তমানে। প্রত্যাখ্যাত হওয়াকে কিভাবে জীবনের একটি অংশ করে নেওয়া যায় সেটাও তাকে শিখতে হবে

পরবর্তী এক টুইট বার্তায় তিনি আগের টুইটের রেশ ধরেই বলেন, “যাঁরা ক্রিকেট বা অন্য কোনও ক্ষেত্রে সাফল্যের পিছনে ছুটছেন, তাঁদের কলেজ বা স্কুল জীবন থেকেই অন্য কেরিয়ারের জন্যেও তৈরি থাকতে হবে“ প্রসঙ্গত, অশ্বিন নিজে ক্রিকেট খেলার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে এঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

উল্লেখ্য, করণ তিওয়ারির বয়স ২৭ হলেও মুম্বইয়ের রঞ্জি দলে সুযোগ পাননি। যদিও বহুদিন ধরে রঞ্জি নেটে বল করেন। এই বছর আইপিএলে সুযোগ পাননি তিনি। সেই হতাশা থেকেই সোমবার আত্মহত্যা করেছেন করণ। ডেল স্টেইনের সঙ্গে বোলিং অ্যাকশনের মিল থাকায় তাঁকে ‘জুনিয়র স্টেইন বলে ডাকত মুম্বইয়ের ক্রিকেটমহল।

     

বিজ্ঞাপন

Goto Top