• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পাকিস্তানকে বাঁচাচ্ছে আবহাওয়া

ইংল্যান্ডের পক্ষেও ব্যাট করা সহজ হবে নাঃ রিজওয়ান; স্মার্টওয়াচ পরে বিতর্কে আম্পায়ার কেটলবরো

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

প্রথম সেশনে বৃষ্টি। শেষ সেশনে মন্দ আলো। দুইয়ে মিলিয়ে দ্বিতীয় দিনেও ৪০ ওভারের বেশি খেলা হল না ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে। দু’দিন মিলিয়ে মোট ৯৪ ওভার খেলা নষ্ট হয়েছে। আর তার জেরেই লজ্জাজনক স্কোরের হাত থেকে বেঁচে গেল পাকিস্তান। দ্বিতীয় দিনের শেষে তাদের রান ন’উইকেটে ২২৩। দলকে টানছে উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানের লড়াকু ইনিংস (৬০ ব্যাটিং)।

তবে পাকিস্তান যে ব্যাকফুটে রয়েছে তা মানতে নারাজ রিজওয়ান। বলছেন, “জীবনে প্রথমবার দেখলাম যে ৭৫ ওভারের পুরোনো বল সিম করছে। এই পরিবেশে ইংল্যান্ডের পক্ষেও ব্যাট করা সহজ হবে না। আর ৩০-৪০ রান যোগ করতে পারলে আমাদের ভালো সম্ভাবনা থাকবে। এই পরিবেশে কীভাবে ব্যাট করা উচিৎ সেই ব্যাপারে মিসবা উল হক এবং ইউনিস খান আমাকে যথেষ্ট কার্যকরী পরামর্শ দিয়েছে।“

এদিকে, নতুন বিতর্কে আম্পায়ার রিচার্ড কেটলবরো। প্রথম সেশনে মাঠে স্মার্টওয়াচ পরে নেমেছিলেন তিনি। নিয়ম ভেঙেছেন বুঝতে পেরে ব্রিটিশ আম্পায়ার নিজেই বিষয়টি জানান আইসিসি-র দুর্নীতিদমন শাখাকে। তাদের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেটলবরোকে। মধ্যাহ্নভোজের বিরতির পর অবশ্য আর স্মার্টওয়াচ পরেননি তিনি।

     

বিজ্ঞাপন

Goto Top