আবেদন করল না পতঞ্জলি, জিও, মাইক্রোসফট
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রতিযোগিতা শুরু হতে বাকি মাত্র ৩৫ দিন। কিন্তু আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসর কারা হবে তা এখনও অনিশ্চিত। সূত্রের খবর, টাইটেল স্পনসরশিপ পাওয়ার অন্য আবেদন করেছে টাটা গোষ্ঠীভুক্ত টাটা সন্স, ড্রিম ইলেভেন, আনঅ্যাকাডেমি এবং বাইজু’স। দৌড়ে আপাতত এগিয়ে রয়েছে টাটা সন্স।
শোনা গিয়েছিল, এবারের আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার জন্য জোরকদমে চেষ্টা চালাচ্ছে পতঞ্জলি। কিন্তু নির্ধারিত সময়ের (১৪ আগস্ট) মধ্যে আবেদন করেনি তারা। টাইটেল স্পনসর হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল মুকেশ আম্বানির জিও টেলিকম এবং বিল গেটসের মাইক্রোসফটও। কিন্তু তারাও শেষ পর্যন্ত আবেদন করেনি।
উল্লেখ্য, ২০২২ আইপিএল পর্যন্ত চিনা মোবাইল সংস্থা ভিভোর সঙ্গে চুক্তি ছিল বিসিসিআই-এর। কিন্তু দেশজোড়া বিক্ষোভের জেরে শেষেমেশ নিজেদের সরিয়ে নেয় ভিভো। প্রতি আইপিএলের জন্য তাদের কাছ থেকে ৪৪০ কোটি টাকা পেত বোর্ড। সেই ক্ষতি পুরোপুরি পুষিয়ে নেওয়ার আশা করছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রিজেশ প্যাটেলরা। তবে বোর্ডকর্তাদের ধারণা, নতুন টাইটেল স্পনসর এলে অন্তত ৭৫ ভাগ ক্ষতি পূরণ করা সম্ভব।