দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেনকে হারাতে মরিয়া নাইটরা
স্পোর্টি ওয়ার্ল্ড ডেস্কআন্দ্রে রাসেল কি পারবেন ক্রিস গেইলের পাল্টা দিতে? সুনীল নারিন কি হয়ে উঠতে পারবেন 'ইউনিভার্সাল বস'-এর অ্যান্টিডোট? অশ্বিন অ্যান্ড কোং-এর মুখোমুখি হওয়ার আগে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে নাইট রাইডার্স শিবিরে। আর সেখানেই কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতিতে ক্যারিবিয়ান অস্ত্রেই গেইলকে রোখার ছক কষছেন দীনেশ কার্তিকরা। এছাড়াও, বিশেষ পরিকল্পনা রয়েছে কে এল রাহুল এবং মনদীপ সিংকে নিয়ে। ডেথ ওভারে সরফরাজ খানের ঝোড়ো ব্যাটিং রোখাও বড় চ্যালেঞ্জ নাইট শিবিরের কাছে। চিন্তা রয়েছে আরও একজনকে নিয়ে। তিনি মহম্মদ শামি। ইডেনের ২২ গজকে যিনি হাতের তালুর মতোই চেনেন।
নাইট শিবির বেশি চিন্তায় রয়েছে মাঝের ওভারের মন্থর ব্যাটিং নিয়ে। যা শেষের ওভারে দলের উপর চাপ বাড়াচ্ছে। তবে ওপেনিং জুটিতে ক্রিস লিন এবং নারিন দ্রুত রান তুলে দিতে পারলে কিংস ইলেভেনকে পরীক্ষার মুখে ঠেলে দেওয়া যাবে বলেই মনে করছে নাইটরা।