• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চেতনের অবস্থা সংকটজনক

বিকল একাধিক অঙ্গ; রয়েছেন জীবনদায়ী ব্যবস্থায়

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ভারতের প্রাক্তন টেস্ট ওপেনার চেতন চৌহানের শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটেছে গত ১২ জুলাই করোনায় আক্রান্ত হন তিনি। ভর্তি করা হয়েছিল লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে। গত ২১ জুলাই তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁর বহু অনুরাগী। নিজের টুইটার হ্যান্ডল থেকে তাঁদের ধন্যবাদ জানিয়েছিলেন চেতন। একইসঙ্গে আশা প্রকাশ করেছিলেন যে দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু অবস্থার অবনতির হওয়ায় তাঁকে গুরগাঁও-এর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) এক কর্মকর্তা জানান, এদিন সকালে কিডনি বিকল হয়ে যায় চেতনের। পরে একাধিক অঙ্গ বিকল হওয়া শুরু হয় বর্তমানে তাঁকে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে। ওই কর্মকর্তা এও বলেছেন যে চেতন চৌহান এই মুহূর্তে জীবনের সবথেকে বড় লড়াই লড়ছেন সবাই কামনা করুক যাতে তিনি জিতে যান

উল্লেখ্য, একসময়ে সুনীল গাভাসকরের সঙ্গে ভারতের ইনিং ওপেন করতেন চেতন। খেলেছেন ৪০ টি টেস্ট। বর্তমানে তিনি উত্তর প্রদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী

     

বিজ্ঞাপন

Goto Top