আইএসএল-কে মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছে কেরালা ব্লাস্টার্সও
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কজোরকদমে শুরু হয়ে গেছে আইএসএল-এর দলগঠন প্রক্রিয়া। দলগঠনের বাজারে পিছিয়ে নেই কেউই। এর মধ্যেই এটিকে মোহনবাগান সুমিত রাঠি এবং শুভাশিস বসুর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। ২০১৯ আইএসএল চ্যাম্পিয়ন এটিকে দলের অন্যতম সদ্যস ছিলেন সুমিত। সেরা উদীয়মান প্রতিভার পুরস্কারও পেয়েছিলেন এই তরুণ সেন্ট্রাল ডিফেন্ডার। আরও পাঁচ বছর কলকাতায় থাকতে পেরে খুব খুশি তিনি। জানিয়েছেন, দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত।
শুভাশিস বসুর সঙ্গেও পাঁচ বছরের চুক্তি সেরেছে এটিকে মোহনবাগান। গত আইএসএলে খেলেছিলেন বেঙ্গালুরু এফসি-তে। এবার নিজের শহরে ফিরতে পেরে উচ্ছ্বসিত এই লেফট ব্যাক।
পিছিয়ে নেই কেরালা ব্লাস্টার্সও। তারাও ইতিমধ্যে সাহাল আব্দুলের সঙ্গে পাঁচ বছরের এবং নিসু কুমারের সাথে আট বছরের চুক্তি সম্পন্ন করেছে।
দলবদলের বাজারে শেষ পর্যন্ত কে কতটা শক্তিশালী দল গঠন করে চমক দেয় সেটাই এখন দেখার ।