অবসরের দিনেও অটুট জুটি
সুমিত গঙ্গোপাধ্যায়মহেন্দ্র সিং ধোনির দেখানো পথেই হাঁটলেন সুরেশ রায়নাও। মাহি অবসর ঘোষণার সামান্য পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনিও। টুইট বার্তায় ধনি এবং নিজেকে একই পথের পথিক বলে ঘোষণা করেন রায়না। একটু বাদেই চেন্নাই সুপার কিংস এক টুইট বার্তায় দু’জনের অবসরের কথা স্বীকার করে নেয়। ২২ গজে ভারতের জার্সি গায়ে ধোনি-রায়নার জুটি বহু কঠিন ম্যাচ জিতিয়েছে দলকে। অবসরের দিনেও অটুট সেই জুটি।
উল্লেখ্য, রায়না ভারতের হয়ে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালের জুলাই মাসে ইংল্যান্ড সফরে। সেই সফরেই খেলেছিলেন নিজের শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচও। টিম ইন্ডিয়ার হয়ে সাদা জার্সি গায়ে রায়নাকে শেষবার দেখে গিয়েছে সিডনিতে, ২০১৫ সালের ‘নিউ ইয়ার’ টেস্টে। তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি তিন ফর্ম্যাটেই শতরান করার কৃতিত্ব দেখিয়েছেন।
ভারতীয় ক্রিকেটে চালু কুসংস্কার, অভিষেক টেস্টে শতরান করলে গোটা কেরিয়ারে আর শতরান আসে না। তালিকায় রয়েছে সুরিন্দর অমরনাথ, হনুমন্ত সিং-এর মতো নামও। সেই তালিকায় শেষ সংযোজন। ১৯ টেস্টের কেরিয়ারে ৭৬৮ রানের বেশি করতে পারেননি। কিন্তু একদিনের ক্রিকেটে ২২৬ ম্যাচে ৫৬১৫ রান রয়েছে এই বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের। যার মধ্যে রয়েছে পাঁচটি শতরান এবং ৩৬ টি অর্ধশতরান। নিয়েছেন ১০২ টি ক্যাচও। ৭৮ টি টি-২০ আন্তর্জাতিকেও ১৬০৫ রান রয়েছে রায়নার। ২০১১-এর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ২০১৪-এর বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়াকে নেতৃত্বও দিয়েছেন রায়না।
রঞ্জি ট্রফিতেও দু’বছর আগে শেষবার দেখা গিয়েছিল রায়নাকে। তবে আইপিএলে কোনও ম্যাচে বিশ্রাম না নেওয়ার অনবদ্য রেকর্ড তাঁর রয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, আরও ৩-৪ বছর আই পি এল খেলবেন ৩৩ পেরোনো রায়না।