বিশ্বকাপ জয়ের কথা স্মরণ তেন্ডুলকরের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তিনি কখনও সাফল্যের নিরিখে বিচার করেননি। মানুষ হিসেবেই ধোনি গুরুত্ব পেতেন তাঁর কাছে। ধোনির অবসরের পরে এমনই প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ক্রিকেট গলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
ধোনির অবসরের দিনে কোহলির টুইট, ‘‘সব ক্রিকেটারকেই একদিন অবসর নিতে হয়। কিন্তু যাঁকে খুব কাছ থেকে দেখেছি, তাঁর অবসরের কথা শুনলে আবেগে মনটা একটু খারাপ তো হবেই। দেশের জন্য মহেন্দ্র সিং ধোনির অবদান সবার হৃদয়ে লেখা থাকবে। কিন্তু মানুষ হিসেবে দু’জনের মধ্যে যে শ্রদ্ধা-ভালবাসার সম্পর্ক ছিল তা সারাজীবন থেকে যাবে। গোটা বিশ্ব ওর সাফল্যকে দেখলেও, আমি মানুষটাকেই দেখে এসেছি। ধন্যবাদ অধিনায়ক।’’
ধোনির অবদানের কথা স্মরণ করে টুইট করেন তেন্ডুলকরও। তাঁর প্রতিক্রিয়া, ‘‘ধোনি, ভারতীয় ক্রিকেটে তোমার অবদান বিশাল। ২০১১ সালে তোমার অধিনায়কত্বে বিশ্বকাপ জয়ের মুহূর্তটা সেরা। অবসর জীবনের জন্য শুভেচ্ছা রইল।’’