• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

গেইল বড় ভাইয়ের মতো, বলছেন রাসেল

পয়েন্ট টেবলের শীর্ষে নাইটরা

স্পোর্টি ওয়ার্ল্ড ডেস্ক

প্রথমে ব্যাট হাতে ১৭ বলে ৪৮ রানের ইনিংস। তারপরে বল হাতে ২১ রানে দু’উইকেট। যার মধ্যে ক্রিস গেইলের উইকেটটাই চালকের আসনে বসিয়ে দিল নাইটদের। কিন্তু এতকিছুর পরেও নিজের থেকে ক্রিস গেইলকেই এগিয়ে রাখছেন আন্দ্রে রাসেল। সতীর্থ জামাইকান প্রসঙ্গে বলছেন, “আজকে আমি গেইলের উইকেট নিতে পেরেছি ঠিকই। ব্যাট হাতেও রান পেয়েছি। কিন্তু আমার থেকে ক্রিস অবশ্যই বড় হিটার। ওই সময় ওকে আউট করা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ ক্রিস এমন একজন ক্রিকেটার যে একাই ম্যাচের রঙ বদলে দিতে পারে। ও আমার বড় ভাইয়ের মতো।“

পাঁচ বলে তিন রান করে বোল্ড হয়ে গিয়েছিলেন মহম্মদ শামির বলে। কিন্তু ভাগ্যের জোরে ফিরে আসেন ক্রিজে। পরের ১২ বলে ৪৫ রান করে ম্যাচ থেকে ছিটকে দেন অশ্বিনদের। সেই আউট প্রসঙ্গে নাইটদের ‘ড্রেরাস’ বলছেন, “আমি কিছুটা বিষণ্ণ হয়েই ডাগআউটে ফিরে যাচ্ছিলাম। ভাবছিলাম, আজ আর হল না। সেই সময় হঠাৎ আমাদের ডাগআউট থেকে কেউ একজন বলল, বলটা নো হয়েছে। আমি ভেবেছিলাম, হয়তো ওভারস্টেপিং-এর জন্য নো ডাকা হয়েছে। পরে জানতে পারলাম ৩০ গজ বৃত্তের মধ্যে কম ফিল্ডার থাকায় নো ডাকা হয়েছে। এরকম সুযোগ তো সচরাচর পাওয়া যায় না। সেই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করেছি। ওদের একজন নতুন খেলোয়াড় এই কাজটা করে ফেলেছিল। তার নামটা ভুলে গিয়েছি। কিন্তু তোমাকে (ফিল্ডারকে) ধন্যবাদ।“

এদিকে, পরপর দু’ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল কেকেআর। চেন্নাই এবং কেকেআরের পয়েন্ট সমান হলেও ধোনিদের (০.৪৯৫) থেকে নেট রানরেটে এগিয়ে নাইটরা (০.৮৩৪)।

     

বিজ্ঞাপন

Goto Top