• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চেতন চৌহানের জীবনাবসান

করোনার শিকার ভারতের প্রাক্তন টেস্ট ওপেনার

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন চেতন চৌহান গত দিন হাসপাতালে ছিলেন ভারতের এই প্রাক্তন টেস্ট ওপেনার। বয়স হয়েছিল ৭৩ বছর। তিনিই বিশ্বের প্রথম টেস্ট ক্রিকেটার যাঁকে করোনার শিকার হতে হল।

গত জুলাই কোভিড পজিটিভ ধরা পড়েছিল চেতনের। তারপরেই তাঁকে লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে গুরগাঁও-এর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার বিকেল থেকে তাঁর লিভার ও কিডনি-সহ একাধিক অঙ্গ স্বাভাবিক কাজ করা বন্ধ করে দিয়েছিল। ফলে প্রাক্তন ক্রিকেটারকে ভেন্টিলেশনে রেখেছিলেন চিকিৎসকরা। কিন্তু ববিবার বিকেলে ব্যর্থ হয়ে গেল সমস্ত চেষ্টা।

প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২১ জুলাই বেরিলিতে জন্ম চেতেন্দ্র প্রতাপ সিং চৌহানের। তবে ১৯৬০ সালেই বাবার চাকরিসূত্রে পুনে চলে যান। সেখানেই পশ্চিমাঞ্চলের হয়ে খেলতে গিয়ে আলাপ সুনীল গাভাসকরের সঙ্গে। পরবর্তীকালে সানির সঙ্গে ৫৯ বার ভারতের ইনিংস ওপেন করেছেন চেতন। ১৯৭৩ থেকে ১৯৮১ পর্যন্ত। ভারতের হয়ে ৪০ টি টেস্টে ২০৮৪ রান করেন। কিন্তু ১৬ টি অর্ধশতরান  করলেও কখনও শতরান করতে পারেননি চেতন। সর্বোচ্চ ৯৭। প্রথম শ্রেণির খেলায় ১১,০০০ এর বেশি করেন ২১ টি শতরান সহ।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন চেতন। ১৯৯১ এবং ১৯৯৮ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন উত্তরপ্রদেশের আমরোহি থেকে। কিন্তু হেরে গিয়েছিলেন ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০ সালের লোকসভা নির্বাচনে। ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন। শেষ দিন পর্যন্ত উত্তরপ্রদেশের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি।

     

বিজ্ঞাপন

Goto Top