• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএলে সিএবির দুই স্কোরার

সিএবিতে খুশির হাওয়া। তাদের  দুই স্কোরার এবার আইপিএলে স্কোরিং দায়িত্ব সমালাবেন। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

তনয় পান্তি ও সূর্য কান্ত পন্ডা- সিএবির দুই স্কোরার, এবার সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত ১৩-তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) স্কোরারের দায়িত্ব পালন করবেন। সিএবির পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

একটি একদিনের ম্যাচে ও দুটো টেস্ট ম্যাচে অফিসিয়াল স্কোরার হিসেবে কাজ করেছেন তনয়। তার মধ্যে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট ম্যাচে স্কোরার ছিলেন তনয়। অন্যদিকে ২০১৮ সালে সিএবির সেরা স্কোরারের পুরস্কার পেয়েছিলেন সূর্য। পাশাপাশি বিসিসিআইয়ের ঘরোয়া প্রতিযেগিতায় স্কোরারের দায়িত্ব পালন করেন তিনি। গত তিন বছর ধরে আইপিএলে স্কোরারের কাজ করেছেন তনয়। তিনি বলেন, ‍‘আমি খুব খুশি আইপিএলের মতো প্রতিযোগিতায় স্কোরারের দায়িত্ব পালন করব বলে। এবার সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের আসর বসতে চলেছে। আমার স্কোরিং কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হতে চলেছে। সিএবি আমাকে সুযোগ দিয়েছে বলেই এটা সম্ভব হল। ’

উচ্ছ্বসিত সূর্যও। তিনি বলেন, ‍‘সিএবি থেকে আইপিএলের স্কোরারের দায়িত্ব পালন করব বলে আমি খুব খুশি। আইপিএলের মতো প্রতিযোগিতায় স্কোরার হব বলে উত্তেজিত বোধ করছি। সিএবি যেভাবে আমাকে সমর্থন করেছে ও সুযোগ দিয়েছে তাতে আমি কৃতজ্ঞ।’ এই দুই সিএবির স্কোরার ১৯ অগস্ট বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হবেন আইপিএলের জন্য।

     

বিজ্ঞাপন

Goto Top