• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

লন্ডন স্পিরিটে ধোনিকে চান ওয়ার্ন

‘দ্য হান্ড্রেড’-এ মাহির খেলা নিয়ে জল্পনা শুরু

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শনিবারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি। আর রবিবারই মহেন্দ্র সিং ধোনিকে নতুন ফর্ম্যাটের ক্রিকেটে নামানোর চেষ্টা শুরু হয়ে গেল। নেপথ্যে স্বয়ং শেন ওয়ার্ন। আগামী বছর ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ (১০০ বলের ক্রিকেট) প্রতিযোগিতায় মাহিকে তাঁর দল লন্ডন স্পিরিটে চান ওয়ার্নি। বলছেন, “আগামী বছরের ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতার জন্য ধোনিকে লন্ডন স্পিরিটে নিয়ে আসার চেষ্টায় রয়েছি। দেখি ও লর্ডসে খেলতে চায় কি না। এমএস, অর্থের জন্য চিন্তা কোরো না। ধোনি দুর্দান্ত ক্রিকেটার। একার হাতে ভারতকে প্রচুর ম্যাচ জিতিয়েছে। অসাধারণ অধিনায়ক। ইতিহাসের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যানদের একজন। নিজে শান্ত থেকে দলের বাকি ক্রিকেটারদের সেরাটা বের করে নিয়ে আসতে পারত। সে ভারতই হোক বা চেন্নাই সুপার কিংস।“

ওয়ার্নের সুরে সুর মেলাচ্ছেন নাসের হুসেন, মাইক আথারটন, ওয়াসিম আক্রমরাও। হুসেন বলছেন, “সীমিত ওভারের ক্রিকেটে সেরা অধিনায়ক ধোনি। দুর্দান্ত ফিনিশার। চাপের মুখেও আশ্চর্যরকম শান্ত থাকত। ওকে আউট না করলে ম্যাচ জেতা সম্পর্কে নিশ্চিত হওয়া যেত না।“ আর আথারটনের কথায়, “কি অসাধারণ খেলোয়াড়! ২০১১ বিশ্বকাপ ফাইনালে ওয়াংখেড়েতে ওর ছক্কা মেরে জেতানো সবসময় মনে থাকবে।“

ওয়াসিম আবার অনেকটাই স্মৃতিমেদুর। বলছেন, “২০০৬-এর পাকিস্তান সফরে ধোনিকে প্রথম দেশেছিলাম। তখন ওর কেরিয়ারের শুরুর দিক। ওর ব্যাটিং আর লম্বা চুলের স্টাইলের জন্য সকলের নজর কেড়েছিল ধোনি। প্রথম টেস্ট শতরানও করেছিল ওই সফরে। অধিনায়ক ধোনি পরিস্থিতি নির্বিশেষে শান্ত থাকত। সেই কারণেই ও সঠিক সিদ্ধান্ত নিতে পারত।“ তারপরেই মজার ছলে যোগ করছেন, “ওর খেলা দেখতে সবসময়ই দারুণ লাগত, যতক্ষণ না পাকিস্তানের বিরুদ্ধে খেলছে।“

     

বিজ্ঞাপন

Goto Top