• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত রোহিত

তালিকায় বিনেশ ফোগত, মণিকা বাত্রা, মারিয়াপ্পান থঙ্গভেলুও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

চলতি বছরের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য চার ক্রীড়াবিদকে মনোনীত করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্বাচক কমিটি। তালিকায় রয়েছেন রোহিত শর্মা, বিনেশ ফোগত, মণিকা বাত্রা এবং মারিয়াপ্পান থঙ্গভেলু।

গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত। তার জেরেই এই পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছে তাঁকে। বিনেশ ২০১৮ কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে কুস্তিতে সোনা জিতেছিলেন। ২০১৯-এর এশিয়ান কুস্তিতে ব্রোঞ্জও পেয়েছিলেন। ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করার জন্য বিবেচিত হয়েছেন টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা। থঙ্গভেলু ২০১৬ সালের রিও প্যারিম্পিকে হাই জাম্পে সোনা জিতেছিলেন। তার জেরেই তাঁকে তালিভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, ক্রীড়া দপ্তরের নির্বাচক কমিটিতে রয়েছেন বীরেন্দ্র সেহবাগ ও সর্দার সিং-এর মতো প্রাক্তন তারকারা।

উল্লেখ্য, ২০১৬ সালেও চার ক্রীড়াবিদকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। তালিকায় ছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার, ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু, শুটার জিতু রাই এবং কুস্তিগীর সাক্ষী মালিক।

     

বিজ্ঞাপন

Goto Top