• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএলের নতুন টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন

আসন্ন আইপিএলের জন্য বিসিসিআই পাবে ২২২ কোটি টাকা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বিরাট কোহলি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আর তাতেই অভিযোগ উঠেছিল, অনলাইন জুয়ার প্রচার করে তরুণ প্রজন্মকে বিপথে চালিত করছেন ভারত অধিনায়ক। সেই কারণেই বিরাটের বিরুদ্ধে কিছুদিন আগে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল মাদ্রাজ হাইকোর্টে। কিন্তু যাবতীয় অভিযোগকে বুড়ো আঙুল দেখিয়ে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসর হল ড্রিম ইলেভেন। জানা গিয়েছে, আসন্ন আইপিএলের জন্য সংস্থাটির কাছ থেকে ২২২ কোটি টাকা পাবে বিসিসিআই।

তবে শুধু এই বছরই নয়, ২০২১ এবং ২০২২ আইপিএলের টাইটেল স্পনসর হতেও আগ্রহী ড্রিম ইলেভেন। এই দু’বছরের আইপিএলের জন্য আরও ২৪০ কোটি টাকা করে দিতে রাজি অনলাইন গেমিং সংস্থাটি। অর্থাৎ, প্রতি আইপিএলের জন্য গড়ে ২৩২ কোটি টাকা করে পাবে ভারতীয় বোর্ড। যা আগের টাইটেল স্পনসর ভিভোর (প্রতি আইপিএলের জন্য ৪৪০ কোটি টাকা) থেকে অনেকটাই কম। ফলে, বিসিসিআই-এর একটা বড় অংশ চাইছে, আগামী বছর ইন্দো-চিন সম্পর্ক স্বাভাবিক হলে আইপিএলের টাইটেল স্পনসর হিসাবে ফিরে আসুক ভিভো। ড্রিম ইলেভেনের সঙ্গে যা মর্মে বোর্ডের বোঝাপড়া হয়েছে তাতে আগামী বছর ভিভো টাইটেল স্পনসর হিসাবে ফিরে এলে সরতে হবে ড্রিম ইলেভেনকে। তবে ড্রিম ইলেভেনেও রয়েছে চিনা বিনিয়োগ।

বোর্ডকর্তাদের আশা ছিল, আসন্ন আইপিএলের টাইটেল স্পনসর অন্তত ৩৩০ কোটি টাকা দিতে রাজি হবে। কিন্তু আপাতত তার থেকে অনেক কমেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁদের। যদিও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল বলছেন, “করোনা অতিমারীর জেরে বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে। আমরা খুশি যে ২০০ কোটি টাকার বেশি পাওয়া যাচ্ছে টাইটেল স্পনসরদের থেকে।“

     

বিজ্ঞাপন

Goto Top