• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরতে পারে ধোনিঃ শোয়েব

ইমরান খানের উদাহরণ দিচ্ছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

১৯৮৭ সালেই ঠিক করেছিলেন ক্রিকেট বুটজোড়া তুলে রাখবেন। কিন্তু ইমরান খান ফিরে এসেছিলেন তৎকালীন পাক রাষ্ট্রপ্রধান জেনারেল জিয়া-উল-হকের আবেদনে সাড়া দিয়ে। শুধু ফিরেই আসেননি, অধিনায়ক হিসাবে জিতেছিলেন ১৯৯২ সালের বিশ্বকাপও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুরোধ করলে ইম্মির মতোই মহেন্দ্র সিং ধোনিও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন অবসর ভেঙে। খেলতে পারেন আগামী বছরের টি-২০ বিশ্বকাপ। এমনই আশা শোয়েব আখতারের।

প্রাক্তন পাক পেসার বলছেন, “আগামী বছরের টি-২০ বিশ্বকাপ খেলতেই পারত ধোনি। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যেভাবে তাদের খেলোয়াড়দের ভালোবাসে, সমর্থন যোগায়, তাতে টি-২০ খেলতেই পারত ধোনি। কিন্তু এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ওর নতুন করে জয় করার কিছু নেই। রাঁচির মতো জায়গা থেকে উঠে এসে গোটা দেশকে নড়িয়ে দিয়েছে ও। ভারতের ক্রিকেটভক্তরা কোনওদিন ওকে ভুলবে না। তবে প্রধানমন্ত্রী ওকে ফোন করে অনুরোধ করলে টি-২০ বিশ্বকাপ খেলতেই পারে ধোনি। ইমরান খানও জেনারেল জিয়া-উল-হকের অনুরোধে ১৯৮৭ সালে ফিরে এসেছিলেন। প্রধানমন্ত্রীর অনুরোধ তো ফেরানো যায় না।“

     

বিজ্ঞাপন

Goto Top