• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ধোনির সাফল্যে সৌরভের অবদান দেখেন দীপ

স্মরণ গাভাসকার-ওয়াদেকরদেরও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মহেন্দ্র সিং ধোনির সাফল্যের নেপথ্যে ছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান। এমনটাই মনে করেন, সৌরভের নেতৃত্বে ভারতীয় দলের হয়ে ৮টি টেস্ট ও পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান দীপ দাশগুপ্ত।

এই মুহূর্তে গত ১০ বছরে ভারতীয় ক্রিকেট দলের সেরা নেতা কে সে ব্যাপারে দু’ভাগে বিভক্ত ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কারও মতে, সেরা নেতা এম এস ধোনি। কেউ বা বলেন, বিরাট কোহলির নাম। এ ব্যাপারে সম্প্রতি ‍‘স্পোর্টস টাইগার’-এর শো ‍‘অফ দি ফিল্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে দীপ বলেন, ‍‘‍‘সৌরভ ভারতীয় দলকে একটি স্তরে পৌঁছে দিয়েছিল। ধোনি সেই দলটাকে এগিয়ে নিয়ে গিয়েছে। বিরাট সেই একই কাজ করে দলটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা এতটা চেইন রি-অ্যাকশন।’’

পুরনো দিনের অধিনায়কদের কৃতিত্ব উল্লেখ করে দীপ বলেন, ‍‘‍‘অধিনায়কত্বের কতা উঠলে আমরা অজিত ওয়াদেকরের নাম ভুলে যাই। ১৯৭১ সালে ভারতের বাইরে দু’টি গুরুত্বপূর্ণ সিরিজ জিতেছিল ওয়াদেকরের দল। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। কাজেই বেসরকারি ভাবে সেই ১৯৭১ সালেই টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছিল ভারত। কপিল দেব, সুনীল গাভাসকার, মনসুর আলি খান পতৌদির মতো অনেক বিখ্যাত অধিনায়ক এসেছেন। যাঁরা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছেন।’’

     

বিজ্ঞাপন

Goto Top