শচীন, কোহলি, গেইল, দু প্লেসি, স্টিভ স্মিথ, পোলার্ড-সহ অসংখ্য ব্যাটসম্যানের ভরসা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে তিক্ততার জেরে আর্থিক সমস্যায় ক্রিস গেইলরা। মুম্বইতে ম্যাচ খেলতে গিয়ে হঠাৎই ক্যারিবিয়ান ক্রিকেটাররা দেখতে পেলেন, তাঁদের জন্য চলে এসেছে ১৬ টি নতুন ব্যাট। নেপথ্যে আশরফ চৌধুরী। ক্রিকেটারদের কাছে যিনি পরিচিত ‘ব্যাটের ডাক্তার’ বলে। কারণ, ব্যাট সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান তাঁর নখদর্পণে। শচীন তেন্ডুলকর হোন বা বিরাট কোহলি, আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল – প্রতিযোগিতা এবং দল নির্বিশেষে সমস্ত সাজঘরে অবাধ গতি ছিল তাঁর। সেই সূত্রেই জানতে পেরেছিলেন গেইলদের সমস্যার কথা। তাই নিজের সীমিত ক্ষমতার মধ্যেও সম্পূর্ণ বিনামূল্যে ক্যারিবিয়ান ক্রিকেটারদের জন্য পাঠিয়ে দিয়েছিলেন ব্যাটগুলি। গেইল ছাড়াও স্টিভ স্মিথ, ফ্যাফ দু প্লেসি, কায়রন পোলার্ডরা বিভিন্ন সময় ব্যাটের সমস্যার সমাধান করতে আশরফের শরণাপন্ন হয়েছেন।
কিন্তু ‘ব্যাটের ডাক্তার’ নামে পরিচিত সেই আশরফ চৌধুরীরই মাথাব্যথা হয়ে দাঁড়িছে তাঁর নিজের চিকিৎসার খরচ। নেপথ্যে করোনা অতিমারী এবং লকডাউন। যার জেরে বন্ধ রয়েছে মুম্বইতে মেট্রো সিনেমা হলের কাছে আশরফের ছোট্ট দোকান।
আপাতত, আশরফের চিকিৎসার খরচ বহন করছেন তাঁর শুভাখাঙ্খী প্রশান্ত জেঠমালানি। প্রশান্তের কথায়, “আশরফ ভাইয়ের শারীরিক অবথা ভালো নয়। কিডনিতে আগে স্টোন ছিল। সেই সমস্যাই আবার দেখা দিয়েছে। আরও কিছু আনুষাঙ্গিক সমস্যা রয়েছে। লকডাউনের কারণে ওঁর দোকান অনেকদিন ধরে বন্ধ রয়েছে। ফলে ওঁর সঞ্চয় ফুরিয়ে গিয়েছে। আমরা দু’লক্ষ টাকা যোগাড় করেছি। কিন্তু আরও অর্থের প্রয়োজন। এখন ব্যাটের চাহিদা নেই। আইপিএলও বাইরে হচ্ছে। ফলে আশরফ ভাই এখন কাজও পাবেন না। অনেক ক্রিকেটারের কাছেই টাকা পান উনি। কিন্তু কেউ তা দেয়নি। এই অবস্থাতেও উনি কারও কাছে সেই অর্থ দাবি করেননি।“ আশরফের চিকিৎসার খরচ চালাতে ক্রিকেটারদের কাছেও সাহায্যের অনুরোধ জানিয়েছেন জেঠমালানি।