• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মুম্বই ইন্ডিয়ান্সের জয়ে কাঁটা নো-বল বিতর্ক

ফুঁসছেন বিরাট, আম্পায়ারিং নিয়ে সরব রোহিতও

স্পোর্টি ওয়ার্ল্ড ডেস্ক

চলতি আইপিএলের প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। হাড্ডাহাড্ডি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ছ’রানে হারাল তারা। কিন্তু জয়ের মধ্যেই কাঁটা হয়ে থাকল ম্যাচের শেষ বল। যে বলে জয়ের জন্য সাত রান প্রয়োজন ছিল বিরাট কোহলিদের। শেষ বলে ছক্কা হাঁকাতে পারলেও ম্যাচ গড়াত সুপার ওভারে। কিন্তু লসিথ মালিঙ্গার ইয়র্কার লেংথের বল গ্যালারিতে পাঠাতে পারেননি শিবম দুবে। কিন্তু রিপ্লেতে দেখা গিয়েছে, পরিষ্কার ওভারস্টেপিং করেছেন মালিঙ্গা। স্পষ্টতই নো-বল। কিন্তু তা আম্পায়ার এস রবির নজর এড়িয়ে যায়। বলটি নো ডাকা হলে পরের বলে ফ্রি-হিট পেতেন কোহলিরা। বিধ্বংসী মেজাজে থাকা এবি ডে’ভিলিয়ার্স সেই বলে স্ট্রাইক পেতেন এবং সেক্ষেত্রে ম্যাচের ফল উল্টে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকত।

এমনিতেই বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়েছে আইপিএলে কোহলির অধিনায়কত্ব। এই পরিস্থিতিতে ভুল আম্পায়ারিং-এর শিকার হয়ে স্বভাবতই ফুঁসছেন বিরাট। ম্যাচের পরে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলছেন, “আমরা কোনও ক্লাব ম্যাচ খেলছি না। এটা আইপিএল। হাস্যকর সিদ্ধান্ত। ক্রিজের থেকে অন্তত ইঞ্চিখানেক বেরিয়ে ছিল বোলারের পা। আম্পায়ারের উচিৎ ছিল বিষয়টি খেয়াল করা। একটা বাড়তি বল পেলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। আম্পায়ারদের আরও সতর্ক থাকা উচিৎ।“

ম্যাচ জিতলেও আম্পায়ারিং নিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, “ক্রিকেটের পক্ষে এটা একেবারেই ভালো নয়। এর সমাধান কি আমি জানি না। কিন্তু আইসিসি হোক বা বিসিসিআই, কাউকে একটা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতেই হবে। এরকম সিদ্ধান্তে ম্যাচের ফল পাল্টে যেতে পারে। এই প্রতিযোগিতা জেতার জন্য, ম্যাচ জেতার জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিই। সেখানে এইরকম ভুল কোনভাবেই মেনে নেওয়া যায় না।“ প্রসঙ্গত, এমসিসি-র আইনের ২. ১২ ধারা অনুযায়ী, কোনও সিদ্ধান্ত বদলানোর জন্য আম্পায়ারের হাতে নির্দিষ্ট সময় থাকে। সেই সময় পেরিয়ে গেলে আর সিদ্ধান্ত বদল করা যায় না।  ম্যাচ সেস হওয়ার ঠিক পরেই জায়ান্ট স্ক্রিনে বলের রিপ্লে দেখে চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলছিলেন বিরাটদের বোলিং কোচ আশিস নেহরা। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি।

আম্পায়ারিং নিয়ে সরব হয়েছেন আইপিএলে ধারাভাষ্য দিতে আসা প্রাক্তন ক্রিকেটাররাও। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনই যেমন বলছেন, “পরিষ্কার নো বল। ফ্রি-হিট পাওয়া উচিৎ ছিল বিরাটদের। আমরা ড্রোন, স্পাইডারক্যামের মট প্রযুক্তি ব্যবহার করতে পারছি। তাহলে এক্ষেত্রে পরকটির ব্যবহার নেই কেন?” প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেনও সমর্থন করছেন কেপি-কেই। বলছেন, “ওটা নো বল না ডাকা ম্যাচের সবচেয়ে বড় ভুল। এরকম ক্ষেত্রে টেনিসের মট প্রযুক্তি ব্যবহার করার সময় এসেছে।“

উল্লেখ্য, প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৮৭ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। উল্লেখযোগ্য রান রোহিত শর্মা (৩৩ বলে ৪৮ রান), সূর্যকুমার যাদব (২৪ বলে ৩৮ রান), যুবরাজ সিং (১২ বলে ২৩ রান) এবং কুইন্টন ডি’ককের (২০ বলে ২৩ রান)। শেষদিকে ১৪ বলে ৩২ রান করে মুম্বইকে ভালো জায়গায় পৌঁছে দেন হার্দিক পাণ্ড্য। জবাবে পাঁচ উইকেটে ১৮১ রান তোলে বেঙ্গালুরু। রান পেয়েছেন বিরাট কোহলি (৩২ বলে ৪৬ রান) এবং এবিডি (৪১ বলে ৭০ অপরাজিত)। ২০ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা জসপ্রীত বুমরা।

     

বিজ্ঞাপন

Goto Top