• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ভবানীপুরে সই করছেন মুকেশ, কৌশিক, প্রয়াস ও প্রদীপ্ত

আগামী মরশুম থেকে বায়োমেট্রিক কার্ডের ভাবনা সিএবি-র

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনার জন্য এখনো কলকাতা ক্লাব ক্রিকেটে দলবদল শুরু হয়নি। তবে পছন্দের ক্রিকেটারদের সঙ্গে প্রাথমিক কথা বার্তা প্রায় পাকা করে ফেলেছে একাধিক দল খুব তাড়াতাড়িই শুরু হবে তাঁদের সই করানোর প্রক্রিয়া সিএবি এবার সম্ভবত অনলাইনে সই শুরু করবে আগামী মরশুম থেকে বায়োমেট্রিক কার্ডের চিন্তা ভাবনাও চলছে  এমন অবস্থায় ঘর গুছিয়ে নিচ্ছে ভবানীপুর

মুকেশ কুমার, কৌশিক ঘোষ, প্রয়াস রায়বর্মন এবং প্রদীপ্ত প্রামানিক বাংলার এই চার প্রতিভাবান ক্রিকেটারকে এবার সই করাচ্ছে ভবানীপুর প্রতিশ্রুতিমান প্রয়াস ইতিমধ্যে নজর কেড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাট কোহলির নেতৃত্বেও খেলেছেনমুকেশ গত মরশুমে বাংলাকে ফাইনালে তোলার ক্ষেত্রে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যাট হাতেও লোয়ার অর্ডারে কার্যকরী ইনিংস খেলেছিলেন কৌশিক ঘোষ বাংলার অন্যতম ওপেনার প্রদীপ্তও নজর কেড়েছেন অলরাউন্ড দক্ষতার দৌলতেদুই মরশুম আগে বাংলাকে এক উইকেটে জেতানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা  ছিল তাঁর

ভবানীপুর ক্লাবের কোচ আব্দুল মোনায়েম আশাবাদী, এই মরশুমে ভালো ফল করবে দল। করায় আশাবাদী এদিকে, ভবানীপুর ছেড়ে কালীঘাটে গিয়েছেন প্রসেনজিৎ দাস, গত মরশুমে দুটি শতরান ছিল তাঁর প্রিনান দত্ত ও সত্যব্রত মুর্মু মোহনবাগানে যাচ্ছেন আমির গনি ও অভিষেক রমন বরিষায় যোগ দেবেন বলে শোনা যাচ্ছে

     

বিজ্ঞাপন

Goto Top