প্রতিটি দলের সঙ্গে থাকবেন দু’জন করে লিয়াজঁ অফিসার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককরোনা সংক্রমণ রুখতে আসন্ন আইপিএলে বলবৎ থাকবে জৈব সুরক্ষাবলয়। আর সেই ব্যবস্থাই অবৈধ জুয়াড়িদের হাত থেকে খেলোয়াড়দের দূরে রাখতে সাহায্য করবে। এমনটাই মনে করছেন বিসিসিআই-এর দুর্নীতিদমন শাখার প্রধান অজিত সিং। তাঁর মতে, ২০২০ আইপিএলে যে জৈব সুরক্ষাবলয় ব্যবস্থা থাকবে তাতে বহিরাগতদের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখা চলবে না। তার জেরেই প্রতিযোগিতা থেকে দূরে রাখা যাবে গড়াপেটা চক্রকে। এছাড়া, নজর রাখা হবে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের গতিবিধির উপরেও। কারণ, বন্ধুত্বের ছলে গড়াপেটা চক্রে জড়িত ব্যক্তিরাও যোগাযোগ করতে পারেন খেলোয়াড়দের সঙ্গে। প্রয়োজনে পেশাদারদের সাহায্য নেওয়া হবে।
ভারতীয় বোর্ড জানিয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্ছিদ্র করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। সেখানেই অজিত সিং-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জানা গিয়েছে, আসন্ন আইপিএলে প্রতিটি দলের সঙ্গে থাকবেন দু’জন করে লিয়াজঁ অফিসার। প্রয়োজনে যোগাযোগ করা হবে আইসিসির দুর্নীতিদমন শাখার সঙ্গেও। যার সদর দপ্তর রয়েছে দুবাইতেই।
উল্লেখ্য, ২০১৩ সালের আইপিএলে গুরুনাথ মায়াপ্পন (চেন্নাই সুপার কিংস) এবং রাজ কুন্দ্রার (রাজস্থান রয়্যালস) সঙ্গে গড়াপেটা চক্রের যোগাযোগ হয়েছিল। যার প্রমাণ পাওয়া গিয়েছিল ২০১৫ সালে। তার জেরেই আইপিএল থেকে দু’বছরের জন্য নির্বাসিত হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস।