• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সিপিএলে বিধ্বংসী ফর্মে সুনীল নারাইন

ব্যাটে-বলে ভরসা যোগাচ্ছেন নাইট শিবিরকে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএলের আগে স্বস্তিতে কলকাতা নাইট রাইডার্স। নেপথ্যে সুনীল নারাইনের বিধ্বংসী ফর্ম। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জামাইকা তালাওয়াসের বিরুদ্ধে চার ওভারে মাত্র ১৯ রান খরচ করে নিলেন একটি উইকেট। এরপর ত্রিনবাগো নাইট রাইডার্সের ইনিংস ওপেন করতে নেমে মাত্র ৩৮ বলে ৫৩ রান করেন দু’টি চার ও চারটি ছয় মেরে প্রথম ম্যাচেও বল হাতে ১৯ রান দিয়ে দু’উইকেট নিয়েছিলেন। পাশাপাশি, ৫০ রান করেছিলেন মাত্র ২৮ বলে। দু’টি ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার গিয়েছে নারাইনের পকেটে।

     

বিজ্ঞাপন

Goto Top