• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আবু ধাবি পৌঁছল কেকেআর

অতিমারীর পরিস্থিতিতে ক্রিকেট খেলাই চ্যালেঞ্জ, বলছেন অধিনায়ক কার্তিক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মিশন আইপিএল ২০২০। ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্যে শুক্রবার আবু ধাবিতে পা রাখলেন দীনেশ কার্তিকরা। এদিন কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, “আমাদের দল আবু ধাবি পৌঁছে গিয়েছে। আইপিএলের জন্য যেসব সুরক্ষাবিধি বলবৎ হয়েছে তা পালন করা হচ্ছে। কোয়্যারান্টাইনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি মিটে গেলেই অনুশীলন শুরু হবে। আমরা আনন্দিত যে এই অতিমারীর পরিস্থিতিতেও কয়েক সপ্তাহের মধ্যেই আইপিএল শুরু করা যাবে।“ টিম ফিজিও হিসাবে কার্তিকদের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছেন শ্রীকান্ত নারায়ণস্বামী।

অধিনায়ক দীনেশ কার্তিক বলছেন, “এবারের আইপিএল অন্যরকম হবে। সারা পৃথিবীতে যে অবস্থা চলছে তাতে আমরা সবাই ব্যথিত। এই পরিস্থিতিতে ক্রিকেট খেলাই একটা চ্যালেঞ্জ। তবে আমরা খেললে আমাদের সমর্থকরা আনন্দ পাবেন। জৈব সুরক্ষাবিধি বলবৎ রয়েছে। গত কয়েক মাস আমরা সেভাবে অনুশীলন করতে পারিনি। সামনে অনেক বাধা রয়েছে। কিন্তু আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব।“ দলের আর এক গুরুত্বপূর্ণ সদস্য কুলদীপ যাদব এখনও লকডাউনের হ্যাংওভার কাটাতে পারেননি। বলছেন, “লকডাউনের সময়টা খুব কঠিন ছিল। কারণ, বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না। অনুশীলন তো অনেক পরের ব্যাপার। কিন্তু এখন আমি পুরোপুরি তৈরি। সামনের সাত দিনের মধ্যে ম্যাচ খেলতে পারলে ভালো হত। মাঠে নামতে মুখিয়ে রয়েছি।“ একই সুর শোনা গিয়েছে শুভমান গিলের গলাতেও। নাইট শিবিরে সুযোগ পেয়েও গত দু’মরশুম আইপিএল খেলতে পারেননি প্রতিশ্রুতিমান পেসার কমলেশ নগরকোটি। এবার তাঁর বলের গতি দেখতে মুখিয়ে রয়েছেন নাইট সমর্থকরা।

     

বিজ্ঞাপন

Goto Top