বাটলারের সঙ্গে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ২০৫ রানের জুটি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কজীবনের প্রথম টেস্ট শতরানকেই স্মরণীয় করে রাখলেন জ্যাক ক্রলি। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে ১৭১ রানে অপরাজিত ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সঙ্গে যোগ্য সঙ্গত জস বাটলারের। দিনের শেষে যিনি অপরাজিত ৮৭ রানে। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দু’জনে যোগ করেছেন ২০৫ রান। আর সেই জুটির উপর ভর করেই দিনের শেষে চার উইকেটে ৩৩২ রান তুলেছে জো রুটের দল।
পাকিস্তান অবশ্য শুরুটা ভালোই করেছিল। দিনের পঞ্চম ওভারেই ওপেনার রোরি বার্নসকে (৬) ফিরিয়ে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। এরপরেই ক্রিকে আসেন ক্রলি। ডম সিবলিকে (২২) সঙ্গে নিয়ে প্রথম ঘণ্টা সামলেও দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই অল্প ব্যবধানে জো রুট (২৯) এবং অলি পোপের (৩) উইকেট হারায় ইংল্যান্ড। স্কোরবোর্ডে তখন ১২৭/৪। কিন্তু পাল্টা আক্রমণের রাস্তায় গিয়ে ব্রিটিশদের লড়াইয়ে ফেরান ক্রলি এবং বাটলার। যার কোনও দাওয়াই প্রথম দিন বের করতে পারেনি পাকিস্তান।
শনিবার আর ২৯ রান করতে পারলে ডেভিড গাওয়ারের পর ক্রলিই হবেন ইংল্যান্ডের দ্বিতীয় সর্বকনিষ্ঠ দ্বিশতরানকারী।