• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ইংল্যান্ড সিরিজের ম্যাচ পেতে ঝাঁপাচ্ছে সিএবি

দক্ষিণ আফ্রিকা সিরিজের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

চলতি বছরের ১৮ মার্চ ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারীর জেরে বাতিল হয়েছিল সেই ম্যাচ। তার বদলি হিসাবে ইংল্যান্ড সিরিজের একটি ম্যাচ দেওয়ার জন্য বিসিসিআই-এর কাছে আবেদন জানাচ্ছে সিএবি।

শুধু সিএবি-ই নয়, একইরকম সমস্যায় পড়েছিল লখনউও। যেখানে ১৫ মার্চ ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ হওয়ার কথা ছিল। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি বিসিসিআই-এর সঙ্গে কথা বলবেন। যাতে দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যাচগুলি অনুষ্ঠিত না হওয়ায় সিএবি এবং উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল তা তারা পুষিয়ে নিতে পারে।

পাশাপাশি, অভিষেক জানিয়েছেন, এই সময়ে আইসিসি-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা অতিমারীর আবহে ক্রিকেটকে রক্ষা করবে এক্ষেত্রে বিসিসিআই থেকে কেউ আইসিসি চেয়ারম্যান হলে আইসিসি-র ভূমিকা আরও ইতিবাচক হতে পারে। স্পষ্টতই, অভিষেকের ইঙ্গিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে।

প্রসঙ্গত, ২০২১-এর গোড়ায় ভারত সফরে আসার কথা ইংল্যান্ডের। যে সফরে পাঁচটি টেস্টের পাশাপাশি তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা জো রুটদের।

     

বিজ্ঞাপন

Goto Top