১৫২ রান বাটলারের; পঞ্চম উইকেটে যোগ ৩৫৯ রান; বিপাকে পাকিস্তান
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅনবদ্য ২৬৭ রানের ইনিংস! সেই ইনিংসে ভর করেই ওয়ালি হ্যামন্ডকে টপকে গেলেন জ্যাক ক্রলি। প্রথম টেস্ট শতরান হিসাবে সর্বোচ্চ রানের (২৮৭) রেকর্ড ইংল্যান্ডের টিপ ফস্টারের। ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে ছিলেন হ্যামন্ড (২৪০)। এবার তাঁকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ক্রলি। পঞ্চম উইকেটে ৩৫৯ রান যোগ করেন তিনি ও জস বাটলার (১৫২)। এই দু’জনের ইনিংসের উপর ভর করেই রানের পাহাড়ে ইংল্যান্ড। আট উইকেটে ৫৮৩ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেন ব্রিটিশ অধিনায়ক জো রুট। সাতজন বোলাফ্র ব্যবহার করেও ইংল্যান্ডকে অল আউট করতে পারেননি পাক অধিনায়ক আজহার আলি।
দ্বিতীয় দিনের পড়ন্ত বেলায় ব্যাট করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়ে যায় পাকিস্তান। নেপথ্যে জেমস অ্যান্ডারসনের আগুনে বোলিং। দুই ওপেনার শান মাসুদ (৪) এবং আবিদ আলি (১) ফিরে যান দলীয় মাত্র ১১ রানের মধ্যে। দিনের শেষ অভারে বাবর আজমও। যার জেরে দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের রান তিন উইকেটে ২৪। ফলো-অন এড়াতে এখনও ৩৬০ রান প্রয়োজন তাদের।