হোটেলের ঘরেই কোয়্যারান্টাইনে গা ঘামাচ্ছেন
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কশুক্রবার দুবাই পৌঁছেছেন। আর রবিবারই আইপিএল ২০২০-এর প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। আপাতত সব ক্রিকেটারই কোয়্যারান্টাইনে রয়েছেন হোটেলের ঘরে। কিন্তু তার মধ্যেই গা ঘামিয়েছেন বিরাট। ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন সেই ছবি। তার নিচে লিখেছেন, “কাজে নেমে পড়েছি।“ পরে সেই একই ছবি পোস্ট করা হয়েছে রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোরের টুইটার হ্যান্ডলেও। যেখানে লেখা হয়েছে, “ক্যাপ্টেন কোহলির কোনও ছুটির দিন নেই।“
প্রসঙ্গত, আইপিএলের জন্য সপ্তাহখানেকের মধ্যেই অনুশীলিন শুরু করবে সব দল। তার আগে ছ’দিনে বেশ কয়েকবার কোভিড-১৯ পরীক্ষা হবে বিরাটদের।
উল্লেখ্য, এখনও পর্যন্ত দু’বার আইপিএলের ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু একবারও ট্রফি জিততে পারেনি। সেই অভিশাপ কাটাতে এবার বদ্ধপরিকর বিরাটরা। ব্যাঙ্গালোর শিবিরের ধারণা, এবারের আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ায় কিছুটা সুবিধাই হবে তাঁদের। কারণ, কোনও দলই ঘরের মাঠে খেলার সুবিধা পাবে না। দুবাই, আবু ধাবি এবং শারজা – এই তিনটি শহরে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল। আরব মুলুকে আইপিএল অনুষ্ঠিত হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০১৪ সালেও সাধারণ নির্বাচনের জন্য আইপিএলের কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হয়েছিল।