অ্যান্ডারসনের পাঁচ উইকেট; প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ৩১০ রানে পিছিয়ে পাকিস্তান
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅপরাজিত ১৪১ রানের ইনিংস অধিনায়ক আজহার আলির। তা সত্বেও তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে পাকিস্তান শিবিরে ইনিংসে হারের ভ্রুকুটি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৮৩/৮-এর জবাবে ২৭৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। নেপথ্যে জেমস অ্যান্ডারসনের দুরন্ত বোলিং (৫/৫৬)। প্রথম ইনিংসে ৩১০ রানের লিড নিয়ে আজহারদের ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু মন্দ আলোর জন্য এদিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শুরু করা যায়নি।
দ্বিতীয় দিনের শেষে ২৪ রান তুলতেই তিন উইকেট খুইয়েছিল পাকিস্তান। রবিবারও দিনের শুরুতেই আসাদ শফিককে (৫) ফিরিয়ে দেন অ্যান্ডারসন। আজহারের সঙ্গে ৪৫ রান যোগ করে ফাওয়াদ আলম যখন ফিরে যান তখন দলের রান পাঁচ উইকেটে ৭৫। এরপরই রুখে দাঁড়ান আজহার এবং উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে দু’জনে যোগ করেন ১৩৮ রান। কিন্তু পাকিস্তানের নিচের সারির ব্যাটসম্যানরা কেউই আজহারকে সঙ্গ দিতে পারেননি। দ্বিতীয় দিনের শেষে আজহার যখন ক্রিজে এসেছিলেন তখন দলের রান ছিল এক উইকেটে ছয়। সেখান থেকে ইনিংসের বাকি সময় একটা প্রান্ত আটকে রেখেছিলেন আজহার। দলের অর্ধেকেরও বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকে।
এই নিয়ে ২৯ বার টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন অ্যান্ডারসন। পেসারদের মধ্যে তাঁর সামনে এখন শুধু স্যার রিচার্ড হ্যাডলি (৩৬)। এছাড়াও, ৩৮ বছর বয়সের পরেও টেস্টে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় এখন তৃতীয় নাম অ্যান্ডারসনের। তাঁর আগে রয়েছেন স্যার রিচার্ড এবং কোর্টনি ওয়ালশ। আর দু’টি উইকেট নিতে পারলেই বিশ্বের প্রথম পেসার হিসাবে টেস্টে ৬০০ উইকেট নেওয়ার নজির গড়বেন অ্যান্ডারসন।