• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ব্যর্থ মিডল অর্ডার, হারল মুম্বই

‘মানকাদিং’ এড়ালেন ক্রুনাল; আইপিএলে ছক্কার ট্রিপল সেঞ্চুরি গেইলের

স্পোর্টি ওয়ার্ল্ড ডেস্ক

রাজস্থান রয়্যালস ম্যাচে জস বাটলারকে ‘মানকাদিং’ করে আউট করেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু অশ্বিনের দলের বিরুদ্ধে একইরকম সুযোগ পেয়েও তা কাজে লাগালেন না মুম্বই ইন্ডিয়ান্সের ক্রুনাল পাণ্ড্য। ম্যাচের সেরা মায়াঙ্ক আগরওয়ালকে একইভাবে রান আউট করার সুযোগ পেয়েও তা কাজে লাগালেন না মুম্বই অলরাউন্ডার। মুম্বই আট উইকেটে ম্যাচ হারলেও বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছে ক্রুনালের খেলোয়াড়োচিত আচরণ।

এদিন প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৭৬ রান তুলেছিলেন রোহিত শর্মারা। জবাবে আট বল বাকি থাকতে দু’উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব। মুম্বইয়ের হয়ে ৩৯ বলে ৬০ রান করেন কুইন্টন ডি’কক। এছাড়া রান পেয়েছেন রোহিত (১৮ বলে ৩২ রান) এবং হার্দিক পাণ্ড্য (১৮ বলে ৩১ রান)। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় ২০০ রানের আশেপাশে পৌঁছতে পারেনি মুম্বই। রান পাননি সূর্যকুমার যাদব (৬ বলে ১১ রান) ও কিয়েরন পোলার্ড (৯ বলে ৭ রান)। ঘরের মাঠে দাগ কাটতে ব্যর্থ যুবরাজ সিংও (২২ বলে ১৮ রান)। মুম্বইকে বেঁধে রাখতে বড় ভূমিকা নেন মুরুগান অশ্বিন। চার ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন সূর্যকুমার এবং যুবির উইকেট। ৪২ রান দিয়ে দু’উইকেট মহম্মদ শামির।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মারকাটারি মেজাজে শুরু করেছিলেন ক্রিস গেইল। চারটি ছয় এবং তিনটি চারের সাহায্যে ২৪ বলে ৪০ রান করেন ‘ইউনিভার্স বস’। এর মধ্যে দ্বিতীয় ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই আইপিএলে ৩০০টি ছয় মারার নজির গড়েন তিনি। তবে স্ট্রাইক রেটে গেইলকেও টেক্কা দিয়েছেন ম্যাচের সেরা মায়াঙ্ক আগরওয়াল (২১ বলে ৪৩ রান)। ‘শিট অ্যাঙ্কর’-এর ভূমিকা পালন করে পাঞ্জাবকে জেতাতে বড় ভূমিকা নেন কে এল রাহুল (৫৭ বলে ৭১ রান)।

     

বিজ্ঞাপন

Goto Top