• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সতীর্থদের সতর্ক করছেন বিরাট

জৈব সুরক্ষাবলয় নিয়ে কড়া মনোভাব আরসিবি শিবিরের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

একটা ভুল। আর তাতেই পণ্ড হয়ে যেতে পারে এবারের আইপিএল। এভাবেই সতীর্থদের সতর্ক করলেন বিরাট কোহলি। দুবাইতে আপাতত নিজেদের ঘরে কোয়্যারান্টাইনে রয়েছেন কোহলিরা। তাই অনলাইন টিম মিটিং-এর ব্যবস্থা করা হয়েছিল সোমবার। সেখানেই সহ-খেলোয়াড়দের সতর্ক করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক। বিরাট বলেছেন, “আমাদের যা বলা হয়েছে, আমরা মেনে চলছি। আশা করব, বাকিরাও তাই করবে। জৈব সুরক্ষাবলয়কে মাথায় রেখে চলতে হবে আমাদের। কোনওভাবেই এই সুরক্ষাবলয়ের সঙ্গে আপোস করা যাবে না। আমাদের একজনও যদি কোনও ভুল করে তাহলে গোটা প্রতিযোগিতা পণ্ড হয়ে যেতে পারে।“

অধিনায়কের সঙ্গে একমত দলের ক্রিকেট অপারেশনসের ডিরেক্টর মাইক হেসনও। বলছেন, “সুরক্ষাবিধি ভাঙলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাবশত কেউ সুরক্ষাবিধি ভাঙলে তাকে সাত দিন আইসোলেশনে রাখে হবে। তারপর কোভিড টেস্টে নেগেটিভ এলে তবেই সংশ্লিষ্ট খেলোয়াড় দলের সঙ্গে যোগ দিতে পারবে। কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে প্রোটোকল ভাঙলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই বিষয়ে ক্রিকেটারদের একটি নথিতে স্বাক্ষরও করতে হবে।“

এদিনের টিম মিটিং-এর ভিডিও নিজেদের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছে আরসিবি। যেখানে কোহলি বলছেন, “এভাবে টিম মিটিং করা আমার দিক থেকে কিছুটা অস্বস্তিকর। কিন্তু এখন এতেই অভ্যস্ত হতে হবে আমাদের।“

উল্লেখ্য, শুক্রবার দুবাই পৌঁছেছেন বিরাটরা। শনিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন এবি ডে’ভিলিয়ার্স, ডেল স্টেইনরা। সবাইকেই সাত দিন থাকতে হবে আইসোলেশনে। এর মধ্যে প্রথম, তৃতীয় ও ষষ্ঠ দিনে কোভিড পরীক্ষা হবে দলের সব সদস্যের। তিনটি পরীক্ষাই নেগেটিভ এলে জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে পারবেন তাঁরা। এছাড়া, আইপিএল চলাকালীন প্রতি পঞ্চম দিন কোভিড পরীক্ষা হবে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের। সংযুক্ত আরব আমিরশাহি রওনা হওয়ার আগেই অবশ্য বেশ কয়েকবার কোভিড পরীক্ষা হয়েছে তাঁদের।

     

বিজ্ঞাপন

Goto Top