• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নাইটদের ‘বেডরুম ওয়ার্কআউট’-এর দাওয়াই ডোনাল্ডসনের

আইপিএল চলাকালীন ডোপ পরীক্ষা করবে নাডা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

প্রাক্তন অলিম্পিয়ান এলেন নাইট শিবিরে নিউজিল্যান্ডের ক্রিস ডোনাল্ডসন কন্ডিশনিং কোচ হয়ে এলেন কলকাতা নাইট রাইডার্স দলে ৯৯৬ এবং ২০০০ সালের অলিম্পিকে কিউইদের প্রতিনিধিত্ব করেছিলেন এই স্প্রিন্টার। একসময় ৪×১০০ মিটার রিলেতে জাতীয় রেকর্ডের মালিকও ছিলেন ওয়াকিবহাল মহলের ধারণা, নাইটদের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামই নাইট শিবিরে নিয়ে এসেছেন স্বদেশীয় ডোনাল্ডসনকে। দীনেশ কার্তিকদের স্ট্রেস এবং কন্ডিশনিং দেখভাল করবেন ডোনাল্ডসন

আপাতত নিজেদের ঘরেই আইসোলেশনে রয়েছেন ক্রিকেটাররা। তাই সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছেই তিনি কার্তিক, কুলদীপদের ‘বেডরুম ওয়ার্কআউট’ রুটিন তৈরি করে দিয়েছেন ডোনাল্ডসন। ভিডিও কলের মাধ্যমে বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনাও করেছেন। ম্যাকালাম বলছেন, কোয়্যারান্টাইনের মধ্যেও এই ওয়ার্কআউট চাঙ্গা রাখবে দলকে।

কোভিডের কারণে এবার বেশ মানসিক চাপে রয়েছেন ক্রিকেটাররা। সেই চাপ হালকা করার দিকে আপাতত মনোযোগ দিয়েছেন ডোনাল্ডসন।

এদিকে, ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা) জানিয়েছে, আইপিএল চলাকালীনই অন্তত ৫০ টি ডোপ পরীক্ষা করা হবে। সেই লক্ষ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে পাঁচটি ‘ডোপ কন্ট্রোল স্টেশন’ (ডিসিএস) তৈরি করছে নাডা। এর মধ্যে তিনটি কেন্দ্র অর্থাৎ দুবাই, আবু ধাবি ও শারজায় থাকবে তিনটি ডিসিএস। বাকি দু’টি থাকবে দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি এবং আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে।

     

বিজ্ঞাপন

Goto Top